আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকার পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ রফিকুল আমীন

দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) পুরস্কার পাচ্ছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কেটিং বিশেষজ্ঞ মোহাম্মদ রফিকুল আমীন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন অনুষ্ঠানে ওই পুরস্কার প্রদান করা হবে। ডেসটিনি ডিস্ট্রিবিউটরস ফোরামের গণঅনশন চলাকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীনকে পুরস্কৃত (অ্যাওয়ার্ড) করার ঘোষণা দেন সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম। ডেসটিনির গণঅনশনরত ডিস্ট্রিবিউটরদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন। ওই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও আর্থসামামিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল মোহাম্মদ রফিকুল আমীনকে পুরস্কৃত করবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মোহাম্মদ রফিকুল আমীন দীর্ঘদিন প্রবাসে অবস্থানকালে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএমের ওপর ব্যাপক গবেষণা করেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ওই বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। এর পর বিদেশের মায়া ত্যাগ করে ২০০০ সালে তিনি দেশে এসে ডিরেক্ট সেলিং ব্যবসা শুরু করেন। গঠন করেন ডেসটিনি-২০০০ লিঃ। বর্তমানে যা বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে।

গত ১২ বছরে এর সঙ্গে যুক্ত হয়েছে প্রায় দেড় কোটি মানুষ। এর মাধ্যমে লাখ লাখ তরুণ আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.