আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার সমুদ্র সৈকতে বিলুপ্ত প্রায় লাল কাকড়া ও কাছিম,এদের রক্ষা করা জরুরী

পর্যটন রাজধানী কক্সবাজার সমুদ্র সৈকতে বিলুপ্ত প্রায় লাল কাকরা ও কাছিম। প্রায় ১৫/১৬ বছর পূর্বে দেশ-বিদেশ থেকে বেড়াতে আসা পর্যটকরা সৈকতে নেমে দেখতে পেতো লাখ লাখ টকটকে লাল সেই কাকরা। মনে হতো তাদের সৈকত রাজ্যে বেড়াতে আসা অতিথিদের লাল গালিচা সংবর্ধনায় সম্মান ও আনন্দ দিচ্ছে সৌন্দর্য্যের প্রতিক প্রাকৃতিক জীব লাল কাকরার দল। পাশাপাশি ডিম পাড়তে কুলে আসা দেখে অসংখ্য কাছিমও সকলের নজর কেড়ে নিতো সমানতালে। তবে স¤প্রতি অর্থলোভীদের ও পরিবেশ বিরোধী কিছু ব্যবসায়ীরা অর্থের বিনিময়ে সৈকতে ব্যবসার উদ্যোশ্যে ঘোড়া ও বীচ বাইকের বেপরোয়া গতিতে চলাচলের পাশাপাশি তাদের হত্যাসহ পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড শুরু করায় হারিয়ে গেছে পরিবেশে পরম বন্ধু অপূর্ব সুন্দর লাল কাকড়া ও বিভিন্ন প্রজাতির সামদ্রিক কাছিম।

এতে সৈকতের সৌন্দর্য্যরে পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের। সৈকতের সৌন্দর্য্য রক্ষার্থে থাকা ওসব প্রাকৃতিক জীব বিলুপ্ত হওয়ায় কক্সবাজার বিমূখ হয়ে পড়েছে পর্যটকরা। মনোরম সুন্দর প্রাকৃতিক জীব রক্ষায় পরিবেশবাদীসহ সংশ্লিষ্ট কারো কোন মাথা ব্যথা নেই বলে দাবি সচেতন মহলের। সরেজমিন ঘরে সমুদ্র সৈকতের হিমছড়িস্থ সেনা ক্যাম্প, ইনানী ও ডায়াবেটিক পয়েন্টে অদুরে উত্তরের জনশূণ্য এলাকায় কিছু সংখ্যাক লাল কাকড়া দেখা যায়। শীতকালীন সময়ে ডিম পাড়তে এসে পরিবেশ বিধ্বংসি ওসব বীচ বাইক ও ঘোড়ার পায়ে পিষ্টসহ বিভিন্ন ভাবে মারা যাওয়া কিছু মৃত কাছিম নজরে পড়ে।

স্থানীয় একাধিক পরিবেশবাদীদের সাথে কথা বলে জানা গেছে, সমুদ্র সৈকত লাল কাকরা ও কাছিম রক্ষায় বীচ বাইক ও ঘোড়াসহ ঝুঁকিপূর্ণ সকল প্রকার চলাচলে আইন চালু করার পাশাপাশি ওসব জীব প্রাণীদের চারণ ভূমি চিহ্নিত করতে হবে। এতেই অতীতের ন্যায় সৈকত জুড়ে লাল কাকড়া ও কাছিমসহ বিভিন্ন প্রজাতির উপস্থিতি নিশ্চিত করা সম্ভব। সৈকতে ব্যাপক অব্যবস্থাপনার কারণে হারিয়ে গেছে এক সময়ের নজর কাড়া লাল কাকড়া ও কাছিম। বিলুপ্ত প্রায় জীব বৈচিত্রের মধ্যে আকষর্ণীয় লাল কাকড়া ও কাছিম। তাদের রক্ষা ও অতিতের ন্যায় সর্বত্রে বিচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনসহ পবিবেশ প্রেমীদের প্রদক্ষেপ নিতে হবে।

এক্ষেত্রে জনসাধারণ ও যানবাহনের বেপরোয়া চলালচ বন্ধ, জীব প্রাণীদের চারণভূমি সংরক্ষণে সাইনবোর্ডসহ বিভিন্ন প্রকার প্রচার-প্রচারণা চালু করতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।