আমাদের কথা খুঁজে নিন

   

কানাডায় ৭০ দিন - ৪র্থ পর্ব

আমার বাবা (তারেক-উল আলম) গত বছর কেনাডা বেড়াতে এসেছিলেন। কেনাডা থেকে দেশে ফিরে একটা বই লিখেছেন – ‘কানাডায় ৭০ দিন’। আজ পড়ুন এর ৪র্থ পর্বঃ শপিং মল- মেছনভিল এদেশে সময় কাটানোর অন্যতম সুন্দর জায়গা শপিং মল। কয়েকটি বিশাল বিশাল দোকান নিয়ে এক একটি শপিংমল। যে কোন দোকানে ঢুকে নিত্য নতুন সামগ্রী দেখতে দেখতে আপনার সময় যে কোথায় দিয়ে চলে যাবে আপনি টেরই পাবেন না ! কিছু কেনেন বা না কেনেন আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবেনা, আপনার দিকে কেউ তাকিয়েও থাকবেনা ! খুব সুন্দর পরিবেশে আপনার চমৎকার সময় কেটে যাবে।

অবশ্য এদেশে বেকার ঘোরার তেমন কেউ নেই। শুভ প্রথম বারের মত আমাদের নিয়ে গেলো শপিং মল ‘মেছন ভিলে’। উদ্দেশ্য লন্ডন শহরের পরিবেশ পরিস্থিতির পরিচয়, চিত্ত বিনোদন, প্রয়োজনীয় কেনা কাটা এবং ধ্রুবকে ডাক্তার দেখানো। আমাদের দেশেরমত এখানে যত্রতত্র দোকানপাট নেই। দেশে ঘর থেকে বেরুলেই মুদির দোকান, চা-র দোকান, তরিতরকারি অথবা অন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান-- এখানে তা চিন্তাই করা যায়না ! এখানকার দোকান সু-নির্দিষ্টজায়গায় থাকবে, এলো মেলো বিচ্ছিন্ন ভাবে কোথাও নয়।

সব বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর। একই দোকান থেকে আপনি প্রয়োজনীয় সব ধরণের সামগ্রী কিনতে পারবেন, মাছ-মাংস তরিতরকারি থেকে শুরু করে ওষুধ, পোষাক- আশাক, ইলেকট্রনিক সামগ্রী--সব কিছুই। দামাদামি করা লাগেনা, দাম দেখে পছন্দ করে প্রয়োজনীয় সামগ্রী শুধু ঝুড়িতে নেয়া এবং কাউন্টারে গিয়ে ক্রেডিট কাডে মূল্য পরিশোধ করা ! আমরা বাসা থেকে বেরিয়ে সকাল ন’টার বাস ধরলাম। আমাদের বাসের টিকেট শুভ আগেই কেটে রেখে ছিলো। আমাদের দেশেরমত এখানে রাস্তা ঘাটে টিকেট কাউন্টার নেই।

যে কোন মলের নির্দিষ্ট দোকানে আপনি বাসের টিকেট পাবেন। প্রতিটি টিকেটের মূল্য দুই কানাডিয়ান ডলার। আপনি যতোগুলো খুশি টিকেট অগ্রিম কেটে রাখতে পারেন লন্ডন শহরের যে কোন বাসে ভ্রমনের জন্যে। ৯০ মনিটি পর্যন্ত দুই ডলারের একটি টিকেট দিয়ে আপনি যে কোন বাসে শহরের যে কোন প্রান্তে ভ্রমন করতে পারবেন। একই টিকেটে ট্রান্সফার নিয়ে আপনি এক বাস থেকে অন্য বাসে ও ভ্রমন করতে পারবেন কিন্তু ঐ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই।

আমাদের ৩ জনের টিকেট লাগলো। বাসে ওঠে মেশিনে টিকেট ঢুকিয়ে আমরা ট্রান্সফার নিয়ে নিলাম। শুভ আর ধ্রুব'র টিকেট লাগলোনা। শুভর ’ভার্সিটির পাশ, ধ্রুব শিশু--শিশুদের টিকেট লাগে না। ধ্রুব'র স্ট্রলার-শিশুদের গাড়ি।

অথচ শিশুর গাড়ি রাখার জন্যে বাসের ৩টি সিট গুটিয়ে নিতে হবে। এদেশে শিশুর মর্যাদা ও গুরুত্ব আমাদের দেশের মন্ত্রীর চেয়ে ও কম নয় ! শিশুর স্ট্রলার দেখে ড্রাইভার গাড়ি নিচু করে ফেললো। শুভ স্ট্রলার ঠেলে ধ্র“বকে বাসে উঠিয়ে নিলো। ড্রাইভার তার সিট থেকে নেমে এসে সম্মুখের এক পাশের ৩টি সিট গুটিয়ে দিলো এবং স্ট্রলার ঠিকভাবে বসলো কিনা দেখে নিয়ে স্ট্রলারের চাকা লক করে দিলো। শিশুর সঠিক স্থান নিশ্চিত হলো দেখে ড্রাইভার নিশ্চিন্তে তার নিজের সিটে গিয়ে বসলো।

বাসে শিশুর সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ড্রাইভারের। এদেশে বাসে কোন কন্ডাকটর বা হেলপার থাকে না। শুভ স্ট্রলারের পেছনে দাঁড়িয়ে থাকলো ধ্র“বর কোন কিছুর চাহিদার অপেক্ষায়। আমরা সিটে গিয়ে বসলাম। আরাম দায়ক ৩০ সিটের বাস।

পেছনের সিটগুলো ২ ফুট উঁচুতে এবং সম্মুখের সিট নিচে। সিট আমাদের দেশের বাসের মত সাজানো নয়, পরিসর অনুযায়ী স্থাপিত' ভেতরে চলাচলের যথেষ্ট জায়গা রেখে। পূর্ণ এসিযুক্ত গাড়ি। মাত্র ৭জন যাত্রী নিয়ে বাস ছেড়ে দিলো। আমরা ২০ নম্বর বাস ছেড়ে ডানডাস এডিলেড রোডে নামলাম।

এখান থেকে বাস পরিবর্তন করে আমাদের অন্য বাস ধরতে হবে। টিকেট পূর্বের টাই চলবে। কিছুক্ষনের মধ্যেই ১৬ নম্বর বাস এলো। আমরা এ বাসেই ‘মেছন ভিলে’ যাবো। এ বাসের শেষ গন্তব্য মেছন ভিল।

ওখান থেকে নতুন যাত্রী নিয়ে বাস আবার পূর্বের পথে ফিরে যাবে। মেছনভিল মলে নেমে অবাক হয়ে গেলাম। এতো বড় মল ! মাত্র কয়েকটি দোকান। অথচ পরিধি ঢাকার মগবাজার মোড় থেকে শুরু করে মালিবাগ মোড় পর্যন্ত হবে। আমরা রাস্তার এপার থেকে ওপারে গেলাম।

স্ট্রলার ঠেলে ধ্রুবকে নিয়ে শুভ দ্রুত গতিতে আগে আগে চলেছে। আমরা তার পেছন পেছন দৌঁড়াচ্ছি। তার সাথে তাল মিলে ছোটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিছু দূর গিয়েই সে আমাদের জন্যে থেমে যাচ্ছে। দেখলাম বাচ্চা ঠেলে নিতে সে যথেষ্ট অভ্যস্ত ! বাচ্চা ও চুপচাপ।

কোন কান্নাকাটি নেই। মনে হয় খুব আনন্দে আছে। বাসে ওঠা, বাস বদলানো, বাস থেকে নামা সব সময়ই স্ট্রলারে শুইয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ধ্র“ব ! কোন বিরক্তি বোধ নেই। মনে হয় সবিস্ময়ে পৃথিবী দেখছে, পৃথিবীর আলো বাতাস, মানুষজন, গাড়ি ঘোড়া সব কিছুর সাথে পরিচিত হচ্ছে। পরিচিত হচ্ছে বিশ্ব পরিবেশের সাথে ! এত দ্রুত হেঁটেও আমাদের ১০/১২ মিনিট লাগলো শুধু গাড়ি পার্কিং অতিক্রম করতে।

তো কতো বড় পার্কিং ! কত শত গাড়ি পার্কিং লটে ! এখানে গাড়ি রাখতে কোন পয়সা লাগে না। যতোক্ষন ইচ্ছে রাখা যায়। আমরা প্রথমে ‘জেলার্স’ ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলাম। বিশাল দোকান ! এতো বড় দোকান এর আগে আর দেখিনি। ভেতর থেকে দোকানের এ মাথা ও মাথা দেখা যায় না।

এক একটা রো বা লেনের দু’ পাশে সেলফে স্তরে স্তরে সাজানো জিনিষপত্র। এক একটা আইটেমের এক একটা সেকশন, যেমন কসমেটিকস। দুই তিনটা রো মিলে কেবল কসমেটিকস আইটেম। কাপড়ের সেকশন--সেখানে বিরাট এলাকা জুড়ে শুধু কাপড় আর কাপড়। আবার মহিলা এবং পুরুষ সেকশন আলাদা আলাদা।

শিশু সেকশন ? আপনি তো হারিয়েই যাবেন ! এক দিনের শিশু থেকে শুরু করে ১০-১২ বছরের কিশোর- সব বয়সের ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী। ক্রোকারিজ, বইপত্র, আসবাবপত্র অর্থাৎ আপনার প্রয়োজনীয় সব কিছুই পাবেন এ দোকানে। খাবার সেকশন, জুতোর সেকশন এসব তো আছেই। আপনি ইচ্ছা করলে পুরো দিনই কাটিয়ে দিতে পারেন এই একটি দোকানেই। কেউ আপনাকে না করবেনা, কেউ আপনাকে বাধাও দেবে না।

পুরো দিন আপনি জিনিষ পত্র দেখে দেখেই কাটিয়ে দিন ! খাবার খেয়ে নিন, ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন ! এমনই হোমলি পরিবেশের দোকান। আমরা ঘন্টা খানেক ঘোরাঘুরি করলাম দোকানে। এরপর গেলাম ‘সিয়ার্স’ এ। ‘সিয়ার্স’ খুব নামিদামি দোকান। লন্ডন শহরে এটাই সিয়ার্সের প্রধান দোকান।

লন্ডন শহরে আরো ক’টি দোকান রয়েছে সিয়ার্সের। এছাড়া আছে ‘সিয়ার্স আউটলেট’। আউট লেটে সিয়ার্সের মূল্য ছাড় দেয়া আইটেমই বেশি বিক্রি হয়। আমরা ঘুরে ঘুরে দেখছি। অলংকারের প্রতি লতার ঝোঁক বরাবর একটু বেশি।

তাই জুয়েলারী ডিপার্টমেন্টে তিনি খুব মনোযোগ দিয়ে সময় কাটাতে লাগলেন। বিশেষ করে হীরার আংটি, হীরার দুল, হীরার গহনাপত্রের। কতো রকমের যে হীরার আইটেম ! কোটি কোটি টাকার সোনার, হীরার গহনা এখানে ! মুগ্ধতা নিয়ে দেখছে শ্বাশুড়ী- বৌ। সময় কেটে যাচ্ছে দ্রুত। ‘দি বে’ অর্থাৎ হার্ডসন্স বে যে কোম্পানীর ব্যবসা শুরু ১৬৭০ সাল থেকে।

অত্যন্ত অভিজাত শ্রেণীর দোকান। জিনিষপত্রের দাম অনেক বেশি। ঘুরতে ঘুরতে ‘সেলে’ ব্যাগ পাওয়া গেলো। মহিলাদের ব্যাগ। অবিশ্বাস্য কমদাম ! দেখতেও খুব সুন্দর।

দু’ টো ব্যাগ কেনা হলো। এ দোকানে সচরাচর ‘সেল’ হয় না। ধনী লোকদের দোকান ! কাউন্টারে দাম চুকাতে গিয়ে দেখলাম অপূর্ব সুন্দরী এক সেলস গার্ল। বয়স ২০-২২ হবে। বারবার তাকিয়ে দেখার মতো।

সু-কোমল মিষ্টি চেহারার ফর্সা মেয়ে কিন্তু অন্যদের থেকে আলাদা। রুচি সম্মত শার্টপ্যান্ট পরা। ইউরোপিয়ান বা কানাডিয়ান মনে হলো না। কৌতুহল দমন করতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম তার নাম। নাম শাবানা।

আফগানিস্তানের মেয়ে। আমাদের জিজ্ঞেস করলো ইন্ডিয়ান কিনা। বাংলাদেশ শুনে খুব উল্লসিত। শাবানা বললো সেও মুসলিম। ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্রী।

আমাদের সাথে কথার ফাঁকে ফাঁকে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। মনে হলো আমাদের সাথে ঘনিষ্টতায় হয়তো তার অন্য কোথাও সমস্যা। তাই কথা আর না বাড়িয়ে বিল পরিশোধ করে ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম। এখনো মেয়েটির মিষ্টি চেহারা চোখে ভাসে ! দুপুরে লাঞ্চ করতে আমরা ‘পিৎজা হাটে’ গেলাম। চিজ পিৎজার অর্ডার দেয়া হলো।

চটপটে এক ওয়েট্রেস আমাদের অর্ডার নিয়ে রান্নাঘরের উদ্দেশে চলে গেলো। বলে গেলো পিৎজা তৈরিতে বিশ মিনিট সময় লাগবে। ইতিমধ্যে ধ্রুবকে বৌ-মা খাইয়ে নিলো। আশ্চর্য এবং অবাক হয়ে লক্ষ্য করলাম শিশু ধ্রুব এ পর্যন্ত একটুও কান্নাকাটি করলোনা, একটুও বিরক্ত করলোনা ! এটা কি পরিবেশের গুণে ! ওয়েট্রেস দ্রুতই গরম পিৎজা নিয়ে এলো বড় একটি প্লেটে। প্রমাণ মতো সাইজ করে কাটা।

গরম গরম খেতে বেশ মজা। এক পিৎজাতেই আমাদের ৪ জনের লাঞ্চ হয়ে গেলো। মূল্য ১৬ ডলার মাত্র ! এরপর আমরা চাইল্ড ক্লিনিকের উদ্দেশে রওনা দিলাম। ক্লিনিক এখান থেকে ১০ মিনিটের হাঁটা পথ। ৩টায় স্বাক্ষাতের সময়।

সেখানে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রোকশানা নাজরিন ধ্র“বকে দেখবে। লন্ডনে এক মাত্র বাংলাদেশি শিশুরোগ বিশেষজ্ঞ। ধ্র“বকে প্রথম থেকেই দেখে আসছে। শুভদের পূর্ব পরিচিত। নিজেদের পছন্দের বিয়ে।

স্বামীকে দেবতা জ্ঞান করেন। কথা প্রসঙ্গে ঠাট্টার ছলে বলেন, তার জীবনের একমাত্র পুরুষ, প্রথম এবং শেষ পুরুষ--তার স্বামী। কিন্তু স্বামী ডাক্তার নন ! ক্লিনিকে আমরা যথাসময়ে পৌঁছে গেলাম। অ্যাটেনডেন্ট খাতায় রিপোর্ট করে আমরা ওয়েটিং রুমে অপেক্ষায় থাকলাম। ওয়েটিং রুম মানে ক্লিনিকের বারান্দা।

আমাদের মতো আরো এক ফ্যামিলি বাচ্চা নিয়ে বসে অপেক্ষা করছে। ইতিমধ্যে ডাঃ রোকশানা আমাদের ভেতরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমরা তাঁর চেম্বারে গিয়ে বসলাম। তিনি তখনো হাতের কাজ শেষ করে চেম্বারে ফেরেননি। আমরা তাঁর অপেক্ষায় থাকলাম।

ডাঃ রোকশানা এলেন। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মাঝারি বয়সের এক মহিলা। রুচি সম্মত পোষাকে বেশ লাগছিলো দেখতে। আমাদের সেলাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেন। পূর্বেই জেনেছেন আমরা বাংলাদেশ থেকে বেড়াতে এসেছি।

অমায়িক ব্যবহার। আমাদের একান্ত আপনজন মনে হলো। লুসিকে (আমাদের পুত্র বধু) তুমি করে সম্বোধন করে। ওদের সাথে ঘনিষ্ট সম্পর্ক, আলাপে বোঝা গেলো। ধ্রুবকে দেখলো, অতি আদরে এবং যত্নে।

কিছুক্ষণ তার সাথে খেলা করলো, তাকে হাসালো। মনে হলো, কতো যেনো আপন তার। ফিতা দিয়ে ধ্রুবকে মেপে দেখলো, ওজন নিলো। সব কিছু দেখে বললো, ‘আপনার নাতি খুব ভালো আছে, সুস্থ আছে। ও খুব সুন্দর হবে।

অনেক লম্বা হবে। ১ মাস ১০ দিন বয়স হলেও এখনই সাড়ে ৩ মাসের নর্মাল বাচ্চার সমান। তার বাবার চেয়েও লম্বা হবে’ ! তার বাবা উচ্চতায় ছয়ফুট। বললাম, এতো লম্বা হলে তো বৌ পেতে অসুবিধা হবে ! বললেন, ‘এদেশ থেকেই না হয় একটা নিয়ে নেবেন’- বলেই হেঁসে দিলেন ! খুব সাধারণ কিন্তু আন্তরিকতায় ভরা। তাঁর বাসায় যাওয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করলেন।

আমরা সম্মতি জানিয়ে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। এরপর গেলাম কফিশপ ‘ টিমর্হটনে ’। প্রচুর লোকজন কফি শপের ‘ফুডকোর্টে’ বসে। কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। আমরা বসলাম, কফির অর্ডার দিলাম।

ইত্যবসরে ধ্র“বর মা- দাদি ধ্র“বকে নিয়ে খাওয়াতে গেলো। আমরাও ওয়াসরুম থেকে প্রয়োজনীয় কাজ সেরে ফ্রেশ হয়ে এলাম। ধ্র“বরা ও এলো। আমরা টিমর্হটনের কেপাচিনো খেলাম। খুবই তৃপ্তিকর পানীয় ! গরম গরম খেতে গিয়ে জিহ্বাটাই পুড়ে গেলো বুঝি ! এবার ফেরার পালা।

ধ্র“বও বেশ বিরক্ত হচ্ছে। অতএব আর দেরি না করে আমরা প্ল্যাটস লেনের পথে রওনা হলাম। ঘড়িতে বিকেল ৭টা। গুড উইল শপ আমারা কানাডা আসার পূর্বেই শুভ আমাদের বেড়ানোর মোটামুটি একটা ‘ছক’ বানিয়ে রেখেছিলো। সেই ছকের প্রাথমিক পর্যায়ে আমাদের মার্কেট দর্শন।

এখানকার মার্কেটের যেমন একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তেমনি রয়েছে এর ব্যাপ্তি, সৌন্দর্য এবং পরিবেশের। এখানকার মার্কেট শুধু একটা কেনা কাটার জায়গা নয়-- তাবৎ দুনিয়ার উৎপাদন কর্মযজ্ঞের সাথে পরিচয়, আধুনিক বিপনন ব্যবস্থা সম্পর্কে ধারণা এবং আনন্দময় কেনা কাটায় সময় কাটানো। একটা দেশের আর্থ সামাজিক জীবন যাত্রার মান সম্বন্ধে ধারণা মিলবে এসব মার্কেটে গেলে। তাছাড়া অবসরে সময় কাটানো এবং চিত্তবিনোদনের একটা সুন্দর স্থানও বটে এসব মার্কেট। আজ তারই ধারাবাহিকতায় আমাদের গুড উইলশপে যাওয়া।

গুড উইল শপের যথেষ্ট সুনাম আছে এদেশে। গুড উইল শপে সস্তায় ভালো জিনিষ কিনতে আসে লোকজন। অনেক সস্তায়, বলতে কি অতি সামান্য মূল্যে অথবা নাম মাত্র মূল্যে অনেক ভালো অথচ অনেক দামি জিনিষ পাওয়া যায় এখানে। তাই প্রয়োজনে অপ্রয়োজনে অনেকে এখানে এসে ঢু মারে, যদি পছন্দের জিনিষ মিলে যায়! স্বল্প ব্যবহৃত জিনিষপত্র অনেকে এখানে দান করে দেয়। আবার অনেকের অভ্যাস ক’ দিন ব্যবহার করে জিনিষ ফেলে দেয়ার অথবা দান করে দেয়ার।

তারা সেসব জিনিষপত্র গুড উইল শপে দিয়ে দেয় পরিস্কার করে, রোগ মুক্ত করে। দেখে একে বারে নতুনের মতো দেখায়। গুড উইল শপের কর্তৃপক্ষ সেই সব মালামাল দোকানে সাজিয়ে রাখে বিক্রির জন্যে। দ্বিতীয়ত বড় বড় দোকান মালিক অথবা বড় বড় কোম্পানী তাদের অব্যবহৃত মালামাল, অ-বিক্রিত পুরাতন মালামাল অথবা পুরাতন মালের লট বা পুরানো ডিজাইনের মালামাল বিনা মূল্যে গুড উইল শপে দান করে দেয়। এখানে সুঁই থেকে শুরু করে টেলিভিশন, সিডি প্লেয়ার সব কিছুই পাবেন।

ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সামগ্রী অতি তুচ্ছ মূল্যে পাবেন। একটা বাস্তব উদাহরণ দেয়া যাক, শুভ একটা ইলেকট্রিক ওভেন কিনেছে গুল উইল থেকে মাত্র পাঁচ কানাডিয়ান ডলার দিয়ে। আমরা বাংলাদেশে সেই একই ওভেন কিনেছি ১৪ হাজার টাকা দিয়ে ! গুড উইল শপের মালিক বা উদ্যোক্তারা লাভের জন্যে ব্যবসা করেনা। এই ব্যবসার আয় দিয়ে তাদের চলতে হয়না। মানুষকে সাহায্য এবং সহায়তা দেয়ার জন্যে এদোকান চালু করেছে।

স্বল্প আয় অথবা গরীব জনগণের সাহাযার্থে এ দোকান খোলা হয়েছে যাতে তারা তাদের অতি প্রয়োজনীয় জিনিষপত্র অল্প দামে ক্রয় করতে পারে, ব্যবহার করতে পারে। শুধু কর্মচারীর বেতন, দোকানের ভাড়া, পরিবহন খরচ, বিদ্যুৎ খরচ ইত্যাদি খরচের একটা হিসাব ধরে মালামালের মূল্য নির্ধারণ করা হয়। উল্লেখ্য, সরকার গুড উইল শপ থেকে টেক্স নেয়না বা ভ্যাট ধরে না। অর্থাৎ এখানকার পণ্য আয়কর মুক্ত। শহরের প্রাণকেন্দ্রে বিশাল এক গুড উইলে আমরা গেলাম।

দোকানের সম্মুখে পার্কিং লটে ৩০০-৪০০ গাড়ি রাখার জায়গা। দোকানের ভেতরটা পুরো পুরি এসি। বিভিন্ন রোর তাক বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রীতে ভরা। প্রতিটি পণ্যের গায়ে দাম লেখা। লোকজন ঘুরে ঘুরে পছন্দের জিনিষ কিনছে।

ইলেকট্রনিক শাখায় দেখলাম টেলিভিশন, সিডি প্লেয়ার, বৈদ্যুতিক ইস্ত্রী ইত্যাদি। সংসারের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিষপত্রই এখানে রয়েছে। আমাদের সামনেই ৫ ডলার দিয়ে একটা প্রায় আনকোরা ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে গেলো একজন। কাপড়ের সেকশনে পুরুষ, মহিলা এবং শিশুদের যাবতীয় পরিধেয় রয়েছে প্রচুর পরিমাণে। ব্যাগ এবং জুতোর সেকশনে রয়েছে প্রচুর সংগ্রহ।

সবচেয়ে ভালো লাগলো ঘর সাজানোর তৈজষপত্র দেখে। কাঁচের, প্লাস্টিকের, এন্টিকের, মাটির সব ধরণের জিনিষপত্র আপনি এখানে পাবেন। বাচ্চাদের নানান খেলনা, পুতুল সবই রয়েছে এখানে। এখানে এসে না কিনে বিমুখ হয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই ! ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম। প্রায় ঘন্টা দুই আমরা এখানে কাটালাম।

সামান্য কিছু ক্রয় করে পরবর্তীতে আরো কেনার বাসনা নিয়ে আমরা গুড উইলকে ‘গুড বাই’ দিয়ে চলে এলাম ! ডলারমা বা ডলার শপ এক ডলারের দোকান। দোকানের নাম ডলারমা। বর্তমানে দাম একটু বেড়েছে। প্রতিটি পণ্যের মূল্য ১ থেকে ১.৫০ ডলার। আপনার এক্কেবারে ক্রয় ক্ষমতার মধ্যেই।

তাই বলে জিনিষ খারাপ নায়। এখানে যেটা এক ডলারে পাবেন অন্য দোকানে তা তিন ডলার। তাই কমদামে ভালো জিনিষ কিনতে মানুষ ডলার শপে যায়। বিশেষ করে যারা আমেরিকা বা কানাডা থেকে বাংলাদেশে বেড়াতে যায় শিশুদের গিফট দেয়ার জন্যে এই ডলার শপ থেকে প্রচুর জিনিষ তারা কেনে। স্বল্প মূল্যে গিফটের জন্যে ডলার শপের তুলনা নেই।

ঘরের প্রয়োজনীয় নিত্য ব্যবহারের টুকিটাকি জিনিষপত্র আপনি ডলারমাতে পাবেন। ছোটদের বই, পেন্সিল, খাতাপত্র, শিশুদের নানান ধরণের খেলনা সামগ্রী, বড়দের প্রয়োজনীয় প্রচুর সামগ্রী ডলার শপে রয়েছে। প্রয়োজনীয় ক্রোকারিজ, ঘর সাজানোর সামগ্রী, মহিলাদের নানান ধরণের কসমেটিকস, ইমিটেশনের জিনিষপত্র সব কিছুই আপনি এখানে পাবেন। ওয়ান টাইম ইয়ুজের যাবতীয় সামগ্রী যেমন প্লেট, কাপ, চামচ ইত্যাদি আপনার জণ্যে প্রস্তুত হয়ে আছে ডলারমাতে। লন্ডন শহরের বিভিন্ন মলে এই ডলার শপ রয়েছে।

চেরিহিল মলের ডলার শপে আমরা গেলাম। আমাদের বাসার সন্নিকটেই দোকান। অন্যান্য দোকানের মতো এটাও অনেক বড়সড় ১টি দোকান। দোকান ভরা মালামাল। যদিও এটা বয়স্ক এবং অবসর প্রাপ্তদের মার্কেট এবং যদিও এরা স্বচ্ছল এবং ধনী প্রকৃতির মানুষ তারপরও তারাই প্রধান ক্রেতা।

ছোট খাটো টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবারই প্রয়োজন। তাই সবাই ডলার শপে আসে। সস্তায় ভালো খাবারের জন্যে যেমন ম্যাকডোনাল্ড, টিমর্হটন সবার প্রিয় তেমনি ডলার শপ ও খুব জনপ্রিয় বিশেষ করে শিশু এবং মহিলাদের। শিশুদের পছন্দের প্রচুর সামগ্রী যেমন চকোলেট, খেলনা অথবা প্রাথমিক শিক্ষা জ্ঞানের ছবিসহ বই, খাতা কলম পেন্সিল এমনকি ছোট খাটো ক্যালকুলেটর, ঘড়ি সব কিছুই আপনি এখানে পাবেন। আর মহিলাদের সংসারের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীই রয়েছে এখানে।

তাই শিশু এবং মহিলাদের অতিপ্রিয় একটি দোকান ডলারমা বা ডলারশপ ! ওয়াল মার্ট ‘ওয়াল মার্ট’ বর্তমান বিশ্বে সু-পরিচিত একটি বৃহৎ ডিপার্টমেন্টাল ষ্টোর। কোম্পানীর সুনামের অন্যতম কারণ এরা অন্য যে কোন দোকান থেকে প্রতিযোগিতায় কম মূল্যে মালামাল বিক্রি করে। তদুপরি এরা কোয়ালিটি মেইনটেন করে। একই দোকানে প্রয়োজনীয় প্রায় সব সামগ্রী পাওয়া যায় বলে গ্রাহকের ভীড় সবসময় লেগেই থাকে। ওয়ালমার্ট একাই একটি ‘মার্কেট’ একাই একটি ‘মল’।

আট দশটা দোকানের সাথে একত্রে এদের অবস্থান কম। উদাহরণ দিয়ে বলা যায় ঢাকার মালিবাগের মৌচাক মার্কেট একটা বড় ওয়ালমার্টের ভেতর ঢুকে যাবে। তাদের গাড়ি পার্র্কিয়ে হাজার খানেক গাড়ি রাখার জায়গা ! গাড়ি পার্কিং পেরিয়ে আমরা দোকানের সামনে গেলাম। বদ্ধ গেট মুহুর্তে খুলে গেলো ! ভেতরে ঢুকলাম। এসির ঠান্ডা বাতাস উত্তপ্ত শরীর শীতল করে দিলো মুহুর্তে।

দেহমন ফুর ফুরে ঝরঝরে হয়ে গেলো। মেজাজ ঠান্ডা মন ঠান্ডা কেনা কাটার একটা চমৎকার মানসিক প্রস্তুতি সৃষ্টি হলো। এক সুন্দরী মহিলা দরজার পাশে দাঁড়িয়ে স্বাগতম জানালো। রাজকীয় অভ্যর্থনা ! নিজকে উচ্চ মার্গের কোটিপতি মনে হলো ! শুভ গিয়ে একটা ট্রলি নিলো এবং সাথে আজকের বেচাকেনার দর সংবলিত লিষ্ট। আলতো ভাবে চোখ বুলিয়ে নিলো কি কি আছে আজকের ‘সেলে’।

এখানে জিনিষপত্রের মূল্য পরিবর্তন হয় প্রতি হপ্তায় । ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখলাম বিরাট বিশাল এক দোকান। আমরা রয়েছি দোকানের মাঝে তারপর ও দোকানের শেষসীমা দেখা কষ্ট ! অবাক বিস্ময়ে দেখলাম এর বিশালতা। সন্তর্পনে শুভর পেছন পেছন যেতে থাকলাম। সবার হাতে বড় একটা ট্রলি।

ভেতরের রো গুলো অনেক বড়। অনেক প্রশস্ত। ট্রলি নিয়ে ঘুরতে কোন অসুবিধা হয়না। অনেকে ট্রলির সম্মুখ ভাগে বাচ্চা বসিয়ে পছন্দের জিনিষপত্র নিচ্ছে ট্রলিতে। বাচ্চা ও চুপচাপ বসে।

তার দিকে তাকিয়ে হাসলে সেও হেসে জবাব দিচ্ছে ! ক্রেতা বেশির ভাগই মহিলা, গৃহিনী। প্রতিদিনের সংসারের প্রয়োজনীয় জিনিষপত্র যেমন মাছ মাংস, ডিম, দুধ ঘি-মাখন, তরিতরকারি আবার অন্যদিকে শিশু খাদ্য। কাপড় চোপড়, ঘড়ি, গয়না, কসমেটিকস্ অথবা রান্না ঘরের প্রয়োজনীয় উপকরণ যার যা প্রয়োজন ট্রলি ভরে নিচ্ছে এবং কাউন্টারে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করে মালামাল নিয়ে চলে যাচ্ছে। কাউন্টার দুই একটি নয়-- পনেরো বিশটির মতো। তারপর ও লাইন ধরে প্রচুর নর-নারী, যেটাই খালি পাচ্ছে গিয়ে মূল্য পরিশোধ করে বেরিয়ে যাচ্ছে।

কোন কোন কাউন্টারে অ্যাটেনডেন্টই নেই। ক্রেতা নিজেই মেশিনে হিসাব দেখে ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করছে। কেউ কারো দিকে ফিরে ও তাকাচ্ছে না। প্রত্যেকেই ব্যস্ত নিজ নিজ কাজে। কোন অনিয়ম হচ্ছে না।

সব কিছুতেই সচ্ছতা এবং বিশ্বস্ততা, নিয়ম এবং শৃংখলা। কেউ যদি কোন আইটেমের মূল্য পরিশোধ না করে চলে যেতে চায় সঙ্গে সঙ্গে গেটে ধরা পড়ে যাবে। কারণ, প্রতিটি পন্যের গায়ে মূল্য লেখা থাকে। সেই মূল্যটা মেশিনের মুখে ধরলে সেটা মূল্য তালিকায় গিয়ে এন্ট্রি হয়ে নিস্ক্রীয় হবে, অন্যথায় নয়। মূল্য নিস্ক্রীয় না করে আপনি মালামাল নিয়ে দোকান থেকে বের হতে পারবেন না, গেটে ধরা পড়ে যাবেন--এলার্ম বেজে উঠবে।

আপনি না দেখলে ও সার্বক্ষনিক আপনাকে ক্যামেরা ফলো করছে। তাই অনিয়ম করে এখানে কেউ পার পাবে না। যাই হোক, আমি শুভর সাথে ঘুরছি, দেখছি। শুভ সংসারের প্রয়োজনীয় বেশ কিছু কিনলো। আমি দু’টি টি শার্ট পছন্দ করলাম।

‘সেলে’ পাওয়া গেলো, ২০ ডলারের শার্ট ১৪ ডলার। বিস্মিত হয়ে দেখি মেডইন বাংলাদেশ ! শার্ট, টি-শার্ট, প্যান্ট, শিশু পোষাক ইত্যাদিতে দোকান পূর্ণ। প্রতিটি পোষাকের গায়ে দাম এবং তৈরি দেশের নাম লেখা। অধিকাংশ পোষাকের গায়েই চায়না এবং বাংলাদেশের নাম। এই একটি জায়গায় বাংলাদেশের ভালো পরিচিতি।

এখানকার সব দোকানেই পণ্য সামগ্রীর প্রায় ৫০ শতাংশই চায়নার। চায়না বিশ্ব মার্কেট দখর করে নিয়েছে মনে হয়। ওয়ালমার্ট পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক কম দামে পণ্য উৎপাদন করায়। বহুদেশে বিশেষ করে কমশ্রম মজুরির দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, শ্রীলংকা প্রভৃতি দেশে পণ্য উৎপাদনের জন্যে কোটি কোটি ডলার বিনিয়োগ করে। তাদের অর্ডার অনুযায়ী এসব দেশ পণ্য তৈরি করে দেয় এবং বিশ্বব্যাপী তাদের উৎপাদিত পণ্য নিজস্ব দোকানের মাধ্যমে বিক্রি করে।

অন্য কোন দোকানে বা অন্য কোন কোম্পানীর কাছে পাইকারী বিক্রি করে না। নিজস্ব ব্রান্ডের পণ্য নিজেদের ‘লোগো’ তে নিজস্ব দোকানেই বিক্রি করে। তাই প্রতিদ্বন্দিতা মূলক কমদামে সারা বিশ্বব্যাপী এরা পণ্য বিক্রি করতে পারে। ওয়ালমার্টের মতো আরো কিছু বড় বড় কোম্পানী একই পদ্ধতিতে একইভাবে বিশ্বব্যাপী পণ্য উৎপাদন করায় তাদের নিজস্ব ডিজাইনে এবং নিজস্ব ব্র্যান্ডে। ওয়ালমাটর্, উইনার, বে, ডেলার্স প্রভৃতি বড় বড় কোম্পানীগুলোর মালিক আমেরিকান।

কানাডার বেশির ভাগ পণ্য সামগ্রীই সরাসরি আসে আমেরিকা থেকে। এক কোম্পানী-- ব্যবসা দুই দেশে। আমেরিকা এবং কানাডা এই দুই দেশের মধ্যে কখনো কোন বিরোধ নেই, আছে বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌহাদ্য ! আছে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা ! বোঝা যায়না কে আমেরিকান আর কে কানাডিয়ান। মনে হয় এক পিতার দুই সন্তান ! এরা পরস্পরের ভালোবাসা নিয়ে এক সাথে আছে, এক সাথে থাকবে। তাই এরা পৃথিবীর সেরা উন্নত, ধনীদেশের শীর্ষে ! অন্য দিকে আমাদের অবস্থা ! অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান? পরস্পরের প্রতি পরস্পরের অবিশ্বাস, হিংসা, বিদ্বেষ, ঘৃণা! কথায় আছে যতো বিবাদ ততো গরীব।

আমরা সামান্যতম স্বার্থের উর্ধে উঠতে পারিনে, আমাদের উন্নতি হবে কিভাবে ! আমাদের দূর প্রতিবেশি দেশ চায়না। বর্তমানে তারা রাজনৈতিক বিবাদ পরিত্যাগ করে অর্থনৈতিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করেছে। তারা বুঝতে পেরেছে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া উন্নতির বিকল্প নেই। বিশাল জনগোষ্ঠীকে উৎপাদন শক্তিতে কাজে লাগিয়ে শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন নয় অতি দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পুরো বিশ্বকে ছাড়িয়ে যাচ্ছে। এখন চায়নার পণ্য ছাড়া বিশ্ব অচল ! তাদের স্বল্প মজুরির স্বল্প খরচের উৎপন্ন দ্রব্য প্রতিযোগিতায় অন্য সব দেশকে পেছনে ফেলে দ্রুততার সাথে বিশ্ব বাজারে ছুটে চলেছে।

সমগ্র আমেরিকায় এবং কানাডায় তাদের উৎপাদিত পণ্যে সয়লাব। ইলেকট্রনিক সামগ্রী বলেন, বস্ত্র সামগ্রী বলেন, খাদ্য সামগ্রী বলেন-- চায়নার উৎপাদিত পণ্য ছাড়া কোন দোকানই চলে না। প্রতিটি বড় বড় দোকান এবং বিশ্বখ্যাত বিপনণ প্রতিষ্ঠান ‘ওয়ালমার্ট’ ঘুরে সেই স্বাক্ষরই পেলাম। কাউন্টারে গিয়ে হিসাব মিটিয়ে ট্রলিতে মালামাল নিয়ে আমরা বাস স্ট্যান্ডে এলাম। বাস এলে মালপত্র নিয়ে আমরা বাসে উঠলাম।

ওয়ালমার্টের ট্রলি পড়ে থাকলো বাস স্ট্যান্ডেই। সময় মতো দোকানের লোক এসে নিয়ে যাবে। (ক্রমশ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।