আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা- ২

এখনো নিজেকে খুঁজে ফিরি (১)ঐ মাতাল নীলাম্বর আমাকে ডাকে না কিন্তু আমি যাই- তার সুনীল চুড়ায় শূন্যতায় বাস করি, শূন্যতায় ভাসি। দেবতা হয়ে কিছুকাল বেঁচে থাকি। (২)ভালোবাসা মরে যাক মেঘ হয়ে উড়ে যাক মৃত্যু আমি আসবো, বৃষ্টি হয়ে দেখা দেবো পশ্চিমের আভা ভিজিয়ে যাবো আরো কিছুকাল। (৩)তোমার জরায়ুর সন্তানেরা কে কেমন সে খবর খুব একটা রাখা হয় না। তবে, তোমার কুকুরেরা বেশ আছে দেখে এলাম, সিংহের লোম চাটছে। (৪)বিজয়ের আগে আর ফিরে যাবো না কোনোদিন আর ক্লেদাক্ত হবো না অনন্তকাল শুধু আমার পৃথিবীতে যাবো মৃত্যুই তো আমার সেই চূড়ান্ত বিজয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।