আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে আজ বাঙ্গালী কেন ? এত মত্ত পাগল

একদিন এই দেশ ছিল বিশ্ব সভায় সমাদৃত / ছিল ধন সম্পদে পরিপূর্ণ আভিজাত্য ঘেরা তীর্থস্থান । ঢাকার মসলিন শাড়ি বিশ্বের সকল রাজদরবারে ছিল সৌখীন শাহি পন্য । কথিত আছে ইংল্যান্ডের রানী বাংলার মসলিন শাড়ি পরিধান করে জর্জের সামনে উপস্থিত হলে , জর্জ বিস্ময়ে বলেছিল তুমি কাপড় না পড়েই আজ দরবারে এলে । রানী বলল তুমিই চোখে কম দেখ এইত মসলিন শাড়ি । ৭০ গজ কাপড় একটা আংটি বা ম্যাচের ভিতরে অনায়াসে ভরা যেত ।

জর্জ অবাক হয়ে পরখ করে তার উচ্ছ প্রশংশায় করেছিলেন । এবং রানীর সম্মানে মসলিন শিল্পকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন । আজ আমরা কোথায় । ভাবতে অবাক লাগে । হিয়েন সাং , ইবনেবতুতার বর্ণনায় এদেশ ছিল বিদেশিদের স্বর্গ রাজ্য ।

সমাদর ছিল পাঁট চা ও চামড়া জাত দ্রব্যর । ফলত এদেশে নানা মৌসুমি ফল , ফুটত গাছে গাছে বাহারি ফুল , গাইত নানা পাখি অমিয় সুরে গান । প্রশ্ন আজ কেন ম্লান । বাংলার সংস্কৃতি ছিল বিশ্বে বিনোদনের প্রধান স্তব হাছন রাজা , লালন সাই , আব্বাসউদ্দিন , আব্দুল আলিম প্রমুখ । পরবর্তীতে রবিন্দ্র নজরুল গিতি ।

এদের চেনা সুর শাহি দরবারে বহুল সমাদরে শিল্পিরা গাইত । এখনও গায় । গ্রামে গঞ্জে ষাঁড়ের লড়াই , পৌষ পার্বণে লুট পুড়া , মেলা , নৌকা বাইচ , যাত্রা , জারী , সারি , লোকজ বাউল নানা উৎসবে মুখরিত ছিল এদেশ । আজ কেন সব ম্লান । আমরা বিদেশ গিয়ে গর্বিত হইনা ।

আর বিদেশি এসে সেই সব হারানো দিন খুজে আনন্দিত হয়না । আসলে আমাদের সমাজ এখন কটিন পিড়ায় আক্রান্ত এসব হতে মুক্তির উপায় কি ? ছট জলদি লিখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।