আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচীন মিশরের কয়েকটি ধর্মীয় প্রতীক এবং তার অর্থ।

বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !! পৃথিবীর সর্ব বৃহৎ মরুদ্যান নীল নদের তীরে গড়ে উঠা প্রায় ৫০০০ বছরের দীর্ঘ প্রাচীন সভ্যতার ব্যাপারে মানুষের আগ্রহের শেষ নেই। নানাবিধ উপাত্ত ও রহস্যে ঘেরা এই সভ্যাতা আজো অনুসন্ধানী বিজ্ঞানী গবেষক প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে সৌখিন পর্যটক সকলেরই আগ্রহ ধরে রেখেছে সমান ভাবে। সময়ের সাথে সাথে এখনও কৌতুহলী মানুষ প্রাচীন মিশর থেকে তুলে আনছে নানাবিধ চমকপ্রদ তথ্য। প্রাচীন মিশরের আর সকল বৈচিত্রময়তার মতো তাদের ধর্মীয় উপাসনাতেও রয়েছে নানা বৈচিত্র।

প্রাচীন মিশরীয় সভ্যতাতেই প্রথম একেশ্বরবাদী উপাসনা এবং পৌত্তলিকতা বা বহু দেবতার উপাসনার একটি অভূতপূর্ব সংমিশ্রণ দেখা যায়। যা কালের আবর্তে বিবর্তিত হয়েছে নানাভাবে। অনেকের মতে আধুনিক সেমেটিক ধর্মমতের একেশ্বরবাদী ধ্যান ধারণার গোড়াপত্তন হয়েছিল প্রাচীন মিশর থেকেই। এখানে উল্লেখ্য যে অন্যান্য প্রাচীন সভ্যতার ধর্ম সমূহের মতোই প্রাচীন মিশরীয় ধর্মীয় ধ্যান ধারণাও নিছক কল্পনাপ্রসূত নয় বরং প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাসের সাথেও জড়িয়ে রয়েছে নক্ষত্র বিচার বিদ্যার প্রভাব এবং সুকঠিন নিয়মতান্ত্রিকতা। যাইহোক, নিচে হায়ারোগ্লাফের কয়েকটি ধর্মীয় প্রতীক দেখে নেই- আকেতঃ সূর্যদয় এবং সূর্যাস্তের প্রতীক ( View this link ) অংকঃ জীবনের প্রতীক ( View this link ) বাঃ স্বতন্ত্র আত্না বা ব্যাক্তিত্তের প্রতীক, মৃত্যুর পর অক্ষত দেহে যা আবার ফিরে আসে।

(View this link ) দেজদঃ দৃঢ়তার প্রতীক। (View this link ) মাতঃ আইন এবং ন্যায়বিচারের প্রতীক (View this link ) হুতহুরঃ প্রেম এবং মাতৃত্বের প্রতীক (View this link ) তেয়েতঃ দেবী আইসিসের প্রতীক। অনেকের মতে এটা মাতৃজঠরের প্রতীক। তবে এই অর্থের সুত্র অসমর্থিত। (View this link ) মেনাতঃ জীবনী শক্তি বা কর্মোদ্যমের প্রতীক।

(View this link ) আতেনঃ দেবতা রা এর অবয়ব (View this link ) শেনঃ স্থায়ী নিরাপত্তার প্রতীক (View this link ) ওয়াজঃ শক্তির প্রতীক (View this link ) কাঃ উদ্দীপনার প্রতীক। (View this link ) হোরাসের চোখঃ অল সিয়িং আই, দ্যা গ্রেট আই, অল ইন ওয়ান, ওয়ান হু ডাজ !!! (View this link ) হোরাসের চার পুত্রঃ Imsety মানব মুখো Imsety যকৃতের দেবতা (View this link ) Duamutef শেয়াল মুখো Duamutef পাকস্থলীর দেবতা। (View this link ) Qebehsenuef বাজপাখী মুখো Qebehsenuef ক্ষুদ্রান্তের দেবতা। (View this link ) Hapi বেবুন মুখো Hapi বৃহদান্ত্রের দেবতা। (View this link ) সব শেষে প্রাচীন মিশরের কয়েকটি দেয়াল চিত্রঃ ** ছবি সুত্রঃ ইন্টারনেট ** সকল লিংকঃ উইকিপিডিয়া প্রাচীন মিশর ভিত্তিক আগের দু'টি পোষ্ট- প্রাচীন মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ইতিহাস এবং একটি ধর্মের সম্ভাব্য বিবর্তন আইসিসঃ প্রাচীন মিশরের এক কুমারী মাতা অথবা পতি সন্ধানী এক বেহুলা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।