আমাদের কথা খুঁজে নিন

   

অযৌক্তিক রোদের মিডনাইট ষ্ট্রীট

জীবন কেটে যায় গ্রন্থিহীন বিষন্ন করিডোরের হলুদ আলোয় দেয়ালের বুকে কান পেতে একটা টিকটিকি হয়ে ভুলে যাব নগরের নোনতা স্বাদ ঠোঁট দু’টো আঁকড়ে ধরে হেঁটে যাব অস্বীকার করা অযৌক্তিক স্মৃতিসকল বৃষ্টি তোমার অজস্র ভীড়ে একদিন না হয় আমি যান্ত্রিক হব। --- সেদিন চলন্ত বাসের খোলা জানলায় একফালি রোদ ঘুম ভাঙ্গিয়েছিল আমার কৈশরের বুঝতে পেরেছিলাম রোজ রাতে কেন জেগে ডাকত ভীষণ একাকী মিডনাইট স্ট্রিট অপেক্ষা যদি ঐ উচু গ্রিলে তোর হাত থামে তুই দৃষ্টি বাড়িয়ে দিস রাস্তার মাঝখানে সময় পেরিয়ে আজ পুরনো ফ্রেম সব ভুলে গেছি তুই তোর চোখ উড়ন্ত চুলের ভাঁজ কাঁচের কাঁকন রিন্ রিন্ সুর শুধু জেগে আছে ধ্বকধরা ব্যথাটা আজো অক্ষত এই বুঝি তুই এলি! [ছবি: এই ঈদে বাড়ীর ছাদ থেকে শুট করা সামনের বাজারের ফাঁকা রাস্তা। মধ্যরাত প্রায় ২ টা]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.