আমাদের কথা খুঁজে নিন

   

জেলহত্যা দিবস পালনের খবর ২১ নাম্বার পৃষ্টায় ছাপলো প্রথম আলো

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয় ৩ নভেম্বর '৭৫ খন্দকার মোশতাক, ফারুক,রশিদদের পরাজয় নিম্চিত যখন, তখন তাদের জায়গায় যে কারো একমাত্র চিন্তা হবে 'চাচা আপন প্রান বাচাঁ' কিন্তু এর মধ্যে তারা ঘটিয়ে দিল অবিশ্বাস্য এক ঘটনা , জেল খানায় আর্মি ঢুকিয়ে খুন করালো জাতীয় চার নেতাকে। যা তাদের প্রান বাচানোই ঝুকির মধ্যে ফেলে দিতে পারতো। একমাত্র আমেরিকার নির্দেশ ছাড়া এটা ঘটানোর আর কি কারন থাকতে পারে। উল্লেখ্য মাকির্ন সাংবাদিক লরেন্স লিফসুলজ প্রমান করে ছেড়েছেন বিশ্বব্যপি আরো অনেকগুলো কু্ এর মতোন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাতেও সরাসরি সম্পৃক্ত ছিল সিআইএ। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আজ স্বাধীণ।

তার আগে পাকিস্তান আমলে আমাদের অবস্থ্যা কেমন ছিল? চিন্তা করুন শুধু ১টা উদাহরন, পাক আর্মিতে ৭১ এ সামান্য মেজর পদে ছিলেন সফিউল্জিলাহ, জিয়া, খালেদরা ! সিআইয়ের প্রকাশিত দলিলে আছে, ৭১ এ তারা সরকারকে রিপোর্ট করেছিল যে বাঙালী অফিসাররা ছোট পদে থাকায় তাদের সাথে আগে কোন যোগাযোগ ছিল না সিআইয়ের, কিন্ত তারাতাড়িই তারা সে যোগাযোগ ৭১ সালে তৈরী করে। (কার সাথে অনুমান করুন তো)। সরকারি চাকরীতে বাঙালী ছিলো মাত্র ৭-৮% ! ভোটে জিতলেও কখোনো ক্ষমতায় থাকতে পারেনি বাঙালীরা। আমরা ছিলাম ২য় শ্রেনীর নাগরিক। আজকে অমরা জেনারেল হয়েছি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি হয়েছি মুক্তিযুদ্ধের কারনে।

আর পাকিস্তান এখন প্রায় ব্যর্থ রাষ্ট্র। মাকির্ন মানব বিহীন 'ড্রোন' বিমান হামলার নিত্য শিকার। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের সমান, কিন্তু প্রবৃদ্ধির হার অনেক বেশী, আবার মূল্য স্ফীতি কম । ফলে অদূর ভবিষ্যতে তারা আমাদের চেয়ে পেছনেই থাকবে। তো এই মুক্তিযুদ্ধের মহান সত কিংবদন্তি নেতাদেরকে পরাজিত পক্ষ হত্যা করলো জেলে ঢুকে, আর এই নিয়ে আজ প্রথম আলোতে ১টা সম্পাদকিয় পযর্ন্ত নেই ! তারা ব্যস্ত তাদের জন্মদিন নিয়ে।

খালেদা পালন করেন ১৫ আগষ্ট আর প্রথম আলো ৩ নভেম্বর ! কি কাকতলীয় যোগাযোগ ! চিলির জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট আলেন্দেকে হত্যার কথা সিআইএ সিনেট তদন্তে স্বীকার করে। তাতে তারা বলেছিল যে কু্ এর জন্যে তাদের মূল কৌশল ছিল প্রোপাগাণ্ডা। যাতে সবচেয়ে কার্যকরী ছিল ১টা সংবাদপত্র। যদিও সংবাদপত্রের কাজ শুধুই খবর মানুষকে জানানো, কোন কিছু প্রভাবিত করা না। প্রোপাগাণ্ডা চালানো না।

মানুষ সত্য ঘটনা জানতে পারলে নিজেই করনীয় ঠিক করতে পারে। কিন্তু মিডিয়া নিজেই যদি ঘটনা ঘটাতে চেষ্টা করে তবে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর মানুষ জানবে কিভাবে? আজকে জেল হত্যা দিবসে প্রথম আলো তাদের জন্মদিন পালন করছে যাতে তাদের শ্লোগান- 'বদলে দাও' ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.