আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কে টিউমার সৃষ্টির সঙ্গে মোবাইল ফোনের যোগসূত্র

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার ইতালির সুপ্রিম কোর্ট বলেছে, "মস্তিষ্কে টিউমার সৃষ্টির সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের একটি যোগসূত্র রয়েছে। " নজির সৃষ্টিকারী এ রায়ের পথ ধরে আরো হাজার হাজার মামলা শুরু হতে পারে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। ৬০ বছর বয়সী সাবেক ব্যবসায়ী ইননোসেন্ট মোর্কোলিনি ওই মামলাটি দায়ের করেন। মামলঅর আর্জিতে তিনি বলেন, "অতিমাত্রায় অর্থাত দিনে প্রায় ছয় ঘণ্টা করে ১২ বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করার কারণে তার মস্তিষ্কে টিউমার হয়েছে। ফলে তার মুখ-মণ্ডল আংশিকভাবে অবশ হয়ে গেছে।

" শুনানির পর ইতালির আদালত তার রায়ে বলেছে, "মস্তিষ্কে ক্যান্সারের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের একটি সম্পর্ক আছে। " ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক অ্যানজিনো জিনো লেভিস আদালতে এ মামলার পক্ষে সাক্ষ্যে দিয়েছেন। তিনি এ রায়কে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "বিদ্যুত-চৌম্বকীয় তরঙ্গমালা ও টিউমার হওয়ার মধ্যে সম্পর্কের কথা এ রায়ের মাধ্যমে মেনে নেয়া হলো। " মোবাইল ফোন কোম্পানিগুলো দীর্ঘ দিন ধরে নানাভাবে এ বক্তব্যের বিরোধিতা করে আসছে এবং তাদের বক্তব্য প্রমাণ করার জন্য অনেক গবেষণায় তহবিলের যোগানও দিয়েছে বলে জানান তিনি।

ওই অধ্যাপক আরো বলেন, মোবাইল ফোন ব্যবহারে মস্তিষ্কে টিউমার হওয়ার আশংকা যে বাড়িয়ে দেয়, এ রায়ের মাধ্যমে সে কথাই প্রমাণিত হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'WHO' এর আগে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের তালিকায় মোবাইল ফোনের নাম লিপিবদ্ধ করেছে। অবশ্য এ তালিকায়,কফি এবং কীটনাশকেরও নাম আছে। সূত্রঃ সায়েন্সটেক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.