আমাদের কথা খুঁজে নিন

   

একদিন শুধুই ভাল কাজ : আইডিয়া দিন

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! আগামী ৪ নভেম্বর দৈনিক প্রথম আলো পা দিচ্ছে ১৫ বছরে। প্রষ্ঠিাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভা একটি বিশেষ কর্মসূচি পালন করবে। কর্মসূচির নাম হবে "বন্ধুসভার একটি ভালো কাজ"। যেমন: রক্তদান, পুকুরের কচুরিপানা পরিষ্কার, রাস্তার ময়লা পরিষ্কার ইত্যাদি ; সারা বাংলাদেশের বন্ধুসভাগুলো প্রতিযোগীতা করে ভাল কাজ করার প্রস্তুতি নিচ্ছে। অনেক বন্ধুসভার আইডিয়া শুনে তো আমার আক্কেল গুরুম।

অনেকেই হয়তো ভাবছেন, ঘটা করে ভাল কাজ করার কি দরকার। আসলে ভাবুনতো আমরা কয়জন ভাল কাজ করছি। দায়সারা ভাবে কোন মতে জীবনটা পার করে দিচ্ছি। সেদিন প্রায় ১০০টি বন্ধুসভা বাংলাদেশের ১০০টি জায়গায় ১০০টি ভাল কাজ করবে। ১০০টি বন্ধুসভার সাথে সংশ্লিষ্ট ১০০*১০০=১০০০০জন মানুষ ভাল কাজ করবে।

সেটাই বা কম কিসে?? জানি না কার মাথা থেকে বুদ্ধি আসছে। যার মাথা থেকেই আসুক প্রশংসার দাবীদার। প্রথমআলোকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুসভা অর্থাৎ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ৫তারিখ শুধু ভাল কাজ করব। আপনিও আইডিয়া দিন প্লিজ !! প্রথমআলো বিরোধী অনেকেই থাকতে পারেন।

এটা যার যার ব্যাক্তিগত বিষয় । কিন্তু দয়া করে কেউ এই পোষ্টে নেতিবাচক মন্তব্য করবেন না। ভাল ভাল আইডিয়াতে আলোচনা হোক। ভাল থাকুন, হাসিতে থাকুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.