আমাদের কথা খুঁজে নিন

   

র্বতমান রাজনীতি ও আমার কিছু কথা

আজ দেশের প্রধান খবর হল বাংলাদেশী –বংশদ্ভোব আমেরিকান নাগরিক রেজওয়ান এর ১৭ বছরের কারাদন্ড । আরেক বাংলাদেশী নাফিস সে ও বিচারের কাঠগড়ায় আমেরিকায় । দুজনিই প্রায় একই অভিযোগে অভিযুক্ত । আমেরিকায় সন্ত্রাসীকাযর্ পরিচালনার পরিকলপনাকারী । আল-কায়েদার সাথে যুত্ত ।

রেজওয়ান পদার্থ বিদ্যায় স্ণাতক আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে । সে অবশ্য তার অভিযোগ স্বীকার করেছে । কিন্তু নাফিসের অভিযোগ সে ষড়যন্ত্রের স্বীকার । আামিও তাই মেেন করি । আমেরিকান গোয়েন্দা সংস্থা এফ.বি.আই ’’স্টিং’’ নামক এক বিশেষ অপারেশনের মাধ্যমে দুজনকেই গ্রেফতার করেছে ।

যদিও খোদ মার্কিন য়ুক্তরাষ্টে ’’স্টিং’’ অপারেশন বিরোধী জনমত রয়েছে । আমি নিজেও এই ধরনের অপারেশন ও বিচার প্রক্রিয়ার বিরোধী । আগামীকাল সকালে হয়ত আমরা সবাই এই ঘটনা ভুলে যাব কারণ বাস্তবতা এমনই । কারণ মানুষ হিসেবে আমরা প্রতিদিন নতুন নতুন প্রতিদ্বন্দিতার সম্মুখীন হচ্ছি । তাই ভুলে যাবার আগে তাদের প্রতি আমার শেষ আফসোস ।

পৃথিবীর সব সন্ত্রাসী কমকান্ডের প্রতিবাদ জানাই । এমনকি আমেরিকান সন্ত্রাসের ও প্রতিবাদ জানাই । একটা অদ্ভুত বিষয় হচ্ছে দুজনের নামের সাথে শাহরুখ খান অভিনীত ’’মাই নেম ইজ খান’’ -র রেজওয়ান নাম মিলে যায় । বাংলাদেশে ইদানিং সেক্যুলার একটা চিন্তাধারা মানুষের উপর চাপিয়ে দেবার চেষ্টা চলছে । যা এদেশের মুসলিম তরুনদের মাঝে অস্থিরতা সৃষ্টি করছে ।

এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুত তরুন-তরনীরা কি তাদের নিজ ধর্মের নিয়মকানুন পালন করলেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী হয়ে গেল ? এদেশের ৯০ ভাগের বেশী মানুষ মুসলিম । সুতরাং , রাজনীতি ও সমাজ পরিচালনায় ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । সরকারকে বুঝতে হবে এদেশের মানুষ ধর্মপ্রান । ধর্মের প্রতি কোনরুপ আঘাত এদেশের মানুষ কখনই মানবে না । জামাত-শিবিরের রাজনীতি এদেশের তরুন প্রজন্ম ঘৃনা ভরে গত নির্বচনে প্রত্যাখান করেছে এর প্রধান ও অন্যতম কারণ হচ্ছে ৭১’র মহান মুক্তিযুদ্ধে ধর্মের স্লোগান দিয়ে ধর্ম বিরোধী অপকর্মের সাথে লিপ্ত থাকার ইতিহাস ।

তরুনরা মনে করেছে এর বিচার হওয়া উচিত । যারা মহান মুক্তিযুদ্ধে এদেশের ¯াধারন নিরীহ মানুষ হত্যা করেছে তাদের বিচার হবে । আর এই বিচারের প্রতিশ্র“তি বর্তমান সরকারের নির্বাচনী মেনুফেস্টের অন্যতম ছিল \ পরবর্তী নির্বাচন আর বছর দেড়েক বাকি । যুদ্ধাপরাধী অনেকেই গ্রেফতার আবার অনেকেই পলাতক । কিন্তু এই সরকারের মেয়াদে এই বিচার কার্য শেষ হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েই গেছে ।

যদি পরবর্তী সরকার যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়াটি স্থবির করে দেয় কিংবা বন্ধ ?তখন আর নির্বাক যন্ত্রনা ছাড়া অন্য কিছুই করার থাকবে না । মহাজোট সরকার প্রায়শই একটা অভিযোগ করে বিএনপি তথা চারদলীয় জোট ক্ষমতায় গেলে দেশ পাকিস্তান হয়ে যাবে , কিত্তু আপনাদের সময় কিছু ব্যক্তি এ দেশটাকে সোমালিয়া বানিয়ে ফেলার প্রচেস্টায় লিপ্ত তার খবর কি রাখেন ? বিডিআর হত্যাকান্ড , শেয়ার মার্কেটের ভরাডুবি , সিমান্তে নিরীহ বাঙ্গালী হত্যা , হলমার্ক কেল্ংেকারী , ডেসটিনির প্রতারনা , শিক্ষক পেটানো থেকে শুরু করে সাংসদ আবাসিক এলাকায় অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার , তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির নায্য হিস্যা আদায়ে ব্যর্থতা , দেশের সড়ক পথের রুগ্ন দশা ও প্রতিনিয়ত দূর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর মিছিল বনধে ব্যর্থতা ও পদ্মা সেতুর মত একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে দূর্ণীতির অভিযোগে বিশ্বময় নিন্দিত হওয়া এ সরকারের প্রতি মনুষের আস্থা দিন দিন কমছে বলে ধারনা অনেক বিশেষজ্ঞের । সবকিছুর পরেও এ সরকারে কিছু সত ও আদর্শবান রাজনীতিবিদ আছেন বলে আমি মনে করি \ কৃষিতে ব্যপক সাফল্য ও খাদ্যে স্বয়ংসপূর্ণতার জন্য আমরা কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবের প্রশংসা করতেই পারি । মায়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারনে দিযেছে বিশেষ কুটনৈতিক দক্ষতার পরিচয় । যা পররাস্ট্রনীতিতে এনেছে নতুন মাত্রা ।

ডিজিটাল বাংলাদেশ করার জন্য থ্রিজি ইন্টারনেট সেবা বাস্কবায়ন যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি । এছাড়াও তথ্য অধিকার আইন অনুমোদন নাগরিকের অধিকার বাস্তবায়নে এ সরকারের বিশেষ কৃতিত্ব বলে মানতে কোন দ্বিধা নেই । এ্ছাড়াও বঙ্গবন্ধুর খুনীদের বিচার ও শাস্তি বাস্তব্য়ন দেশে আইনের শাষন প্রতিষ্টিত করেছে । আশা করি ভুলগুলো পিছনে ফেলে আগামী দিনগুলো সুশাসনের মাধ্যমে নির্বাচণী বৈতিরনী পার হবার প্রচেষ্টা করবে এ সরকার। লেখক: রিসালাত, বাংলাদেশী স্বপ্ন দেখতে পছন্দ করা এক তরুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।