আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফিতে যা কিছু মাইলস্টোন... পর্বঃ ৩

There is only one person who could ever make you happy, and that person is you... সবচেয়ে দামী ছবিঃ ছবিটির নাম “Rhein II”, জার্মানীর ফটোগ্রাফার Andreas Gursky ১৯৯৯ সালে Rhein নদীর এই ছবিটি তোলেন। ২০১১ সালের ৮ই নভেম্বর নিউ-ইয়র্কের একটি নিলামে ছবিটি $4,338,500 দামে বিক্রি হয়। ভাবুন তো !!! অথচ ছবিটিতে দেখা যাচ্ছে নদীর দুই পাশে সবুজ মাঠ আর উপরে মেঘলা আকাশ। এখন পর্যন্ত এটাই সবচেয়ে দামী ছবি। সবচেয়ে বেশি পরিচিত ছবিঃ চিনতে পারছেন? ছবিটির নাম “Bliss” হ্যাঁ, Windows XP-র সেই চির পরিচিত By Default Wallpaper, যা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন কপি করা হয়েছিল।

এখন, একটু ভেবে দেখুন তো এই ৪০০ মিলিয়ন কম্পিউটার কতো বিলিয়ন মানুষ ব্যবহার করেছে !!! ছবিটি তুলেছিলেন ন্যাশনাল জিওগ্রাফির ফটোগ্রাফার Charles O’Rear ১৯৯৬ সালে। ক্যালিফোর্নিয়ার অন্তর্গত নাপা ভ্যালির এই ছবিটির স্বত্ব কিনে নিয়েছে মাইক্রোসফট। লোকেশানটি গুগল ম্যাপে দেখতে পারেন। এর কো-অর্ডিনেট 38.250124,-122.410817 ১ম এক্স-রেঃ ১ম এক্স-রে ইমেজটি স্বভাবতই এক্স-রে-র জনক জার্মান পদার্থবিদ Wilhelm Röntgen-এর তোলা ১৮৯৫ সালে। তার আরেকটি পরিচয়, তিনি ১ম নোবেল বিজয়ী এই এক্স-রে আবিষ্কারের জন্যেই।

কিন্তু যে হাতটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে Wilhelm Röntgen-এর সহধর্মিনী Anna Bertha-র। তার আঙ্গুলে একটি সোনার আংটিও ছিল। যদিও ছবিটি এতো বিখ্যাত, তবুও Anna Bertha-র বক্তব্য ছিল - “I have seen my death!” মহাশূন্য থেকে তোলা পৃথিবীর ১ম ছবিঃ ১৯৪৬ সালের ২৪শে অক্টোবর একটি ক্যামেরাবহনকারী V-2 Missile থেকে পৃথিবীর এই ছবিটি তোলা হয়। নিউ মেক্সিকোর প্রায় ৬৫ মাইল উপর থেকে তোলা এই ছবিটিই মহাশূন্য থেকে তোলা পৃথিবীর ১ম ছবি। ১ম কোনও মানুষের ছবিঃ এটাই ১ম ছবি, যেখানে মানুষ বিদ্যমান।

Louis Daguerre এই ছবিটি তোলেন ১৮৩৮ সালে। প্যারিসের Boulevard du Temple-এর এই ছবিটি তুলতে প্রায় ১০ মিনিট সময় লেগেছিল। তাই ঐ রাস্তায় চলমান সব মানুষই ছবিটির প্রিন্টে আসেন নি। শুধু এই লোকটি ১০ মিনিট ধরে সম্ভবত বুটপালিশ করছিলেন। সৌভাগ্যক্রমে, এই দু,জন মানুষ ইতিহাসের অংশ হয়ে আছেন যদিও এদের পরিচয় কখনই জানা যায়নি।

১ম কোনও মানুষের পোর্ট্রেটঃ আমেরিকান ফটোগ্রাফির অগ্রদূত Robert Cornelius, ১৮৩৯ সালে নিজের এই অবয়বটি তোলেন। এটাই ইতিহাসের ১ম পোর্ট্রেট। তবে, ছবিটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের, কারণ নিজের ১ম তো বটেই ইতিহাসের ১ম পোর্ট্রেট, অথচ বেশ স্মার্ট। এই ছবিটির পিছনে লেখা আছে “The first light picture ever taken. 1839” ১ম ডিজিটাল ছবিঃ প্রথম ডিজিটাল ক্যামেরা আবিষ্কৃত হয় ১৯৭৫ সালে। কিন্তু ১৯৫৭ সালেই ১ম ডিজিটাল ছবিটি তৈরী করেন Russell Kirsch একটি প্রিন্ট করা ছবির স্ক্যানিং করে।

ছবিটি ছিল তার ৩ মাস বয়সী ছেলের। খুব কম (১৭৬×১৭৬ পিক্সেল) রেজ্যুলেশানে ছবিটি ডিজিটালাইজ করা হয়, কারন বুঝতেই পারছেন, তখনকার সময় কম্পিউটারের ধারণক্ষমতা কম ছিল। ইন্টারনেটে ১ম আপলোডেড ছবিঃ আজকাল ইন্টারনেটে বহু ছবি আপলোড হচ্ছে। কিন্তু World Wide Web-এর জনক Tim Berners-Lee-ই ১৯৯২ সালে ইন্টারনেটে সর্বপ্রথম এই ছবিটি (.gif) আপলোড করেন। ছবিটি মূলত একটি মিউজিক্যাল গ্রুপের, যার নাম Les Horrible Cernettes. চলবে... ১ম পর্ব ২য় পর্ব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।