আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফিতে যা কিছু মাইলস্টোন... পর্বঃ ১

There is only one person who could ever make you happy, and that person is you... ১ম ছবিঃ ১৮২৬ সালে ফরাসী বিজ্ঞানী Joseph Nicéphore Niépce তার বাড়িতে (Le Gras) বসে ছবিটি তোলেন। তিনি মূলত জানালা দিয়ে বাইরের দৃশ্য তুলেছিলেন, তাই এর শিরোনাম ছিল "View from the Window"। ১ম রঙীন ছবি স্কটিশ পদার্থবিদ James Clerk Maxwell, যিনি ইলেকট্রোম্যাগনেটিক থিওরির উন্নয়নে প্রচুর কাজ করেছেন, মূলত তিনিই প্রথম রঙীন ফটোগ্রাফের স্রষ্টা, তাও ১৮৬১ সালে। তিনি আসলে একটি ফিতার ছবি তিনবার তুলেছিলেন তিনটি আলাদা ফিল্টার (লাল, নীল ও হলুদ) দিয়ে, যার সম্মিলিত রূপ হচ্ছে এই রঙীন ছবিটি। ১ম কোনও গতিশীল বস্তুর ছবিঃ ঘোড়া দৌঁড়ানোর সময় তার চারটি পা-ই কখনও একসাথে শূন্যে থাকে কি না, এই প্রশ্নের উত্তর জানতেই উপরের ছবিট তোলা হয় ১৮৭২ সালে।

ছবিটি ইংরেজ ফটোগ্রাফার Eadweard Muybridge-এর তোলা। প্রমান হলো একটি পয়েন্টে ঘোড়ার সবগুলো পা-ই শূন্যে থাকে। ১ম কোনও টর্নেডোর ছবিঃ নাম না জানা কোনও এক ফটোগ্রাফার টর্নেডোর এই ছবিটি তোলেন ১৮৮৪ সালের ২৮ আগস্ট। এটিই কোনও টর্নেডোর প্রথম ছবি। ১ম কোনও পশু-পাখির ছবিঃ ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ George Shiras মিশিগানের হোয়াইট-ফিশ নদীতে রাতের বেলায় এই ছবিটি তোলেন।

ঘটনাটা ১৯০৬ সালের। ১ম উত্তর মেরুতে তোলা ছবিঃ ১৯০৯ সালের এপ্রিলে, Robert Peary (ছবিতে) এবং তার দলের এই ছবিটিই উত্তর মেরুতে তোলা প্রথম ছবি। তারা অবশ্য যে স্থানটিকে উত্তর মেরু ভেবে ছবি তুলেছে, পরবর্তীতে জানা যায়, সে স্থানটি থেকেও উত্তর মেরু প্রকৃতপক্ষে ৫০-১০০ কি.মি. দূরে। ১ম জলের নিচে তোলা ছবিঃ হগফিশের এই ক্যাপচারটি দিয়েই আন্ডারওয়াটার কালার ফটোগ্রাফীর সূচনা হয়। Dr. William Longley ও Charles Martin ১৯২৬ সালে ছবিটি তোলেন।

১ম প্রত্নতাত্ত্বিক ছবিঃ ১৯১২ সালে, Yale University-র প্রফেসর Hiram Bingham পেরুভিয়ান আন্দিজে পুরোনো ইনকা সভ্যতার নিদর্শন খুঁজতে খুঁজতে মাচু পিচু শহরের এই ছবিটি তোলেন। ২য় পর্ব ৩য় পর্ব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।