আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফিতে যা কিছু মাইলস্টোন... পর্বঃ ২

There is only one person who could ever make you happy, and that person is you... পৃথিবীর ১ম সম্পূর্ণ ছবিঃ এই ছবিটির নাম “Blue Marble” কারন ছবির গ্রহটি যে পুরোপুরি নীল। হ্যাঁ এটাই আমাদের প্রিয় পৃথিবীর ১ম সম্পূর্ণ তোলা ছবি। ১৯৭২ সালের ৭ই ডিসেম্বর যখন অ্যাপোলো ১৭ চাঁদের উদ্দেশ্যে পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাচ্ছিল তখন ছবিটি তোলা হয়েছিল। এই ছবিটিতেই দক্ষিন মেরুর বরফ রাজ্য মহাশূন্য থেকে ১ম ধরা পড়ে। চাঁদের ১ম সম্পূর্ণ ছবিঃ ১৮৩৯ সালে ইংল্যান্ডে জন্ম নেয়া আমেরিকা প্রবাসী রসায়নবিদ John William চাঁদের এই সম্পূর্ণ ছবিটি তোলেন।

তিনি তখন নিউ-ইয়র্ক ইউনিভার্সিটির রসায়নের প্রফেসর ছিলেন। একটি টেলিস্কোপের সাহায্যে এই ছবিটি তোলা হয়েছিল এবং যা প্রিন্ট করা হয়েছিল একটি সিলভার-প্লাটিনামের পাতের উপর। সূর্যের ১ম সম্পূর্ণ ছবিঃ ১৮৪৫ সালের ২রা এপ্রিল দুই ফরাসী পদার্থবিদ Louis Fizeau এবং Leon Foucault প্রথমবারের মতো সূর্যের এই ছবিটি তুলতে সমর্থ হন। চাঁদের বুকে মানুষের ১ম পদচিহ্নের ছবিঃ এটার ব্যাপারে আর কি বলবো!!! তবে একটু বলি- চাঁদের বুকে ১ম পা রাখেন নিল আর্মস্ট্রং , কিন্তু এই ছবির ফুটপ্রিন্টটি কিন্তু Buzz Aldrin-এর, অর্থাৎ Aldrin নিজেই নিজের ফুটপ্রিন্টটি আগে তোলেন। আর বুঝতেই পারছেন এটা কখনকার ঘটনা।

চাঁদ থেকে তোলা পৃথিবীর ১ম ছবিঃ চাঁদের কক্ষপথ প্রদক্ষিনরত অবস্থায় লুনার অরবিটার ১ থেকে ১৯৬৬ সালের ২৩শে আগস্ট ছবিটি তোলা হয়। তাও প্রায় ২৩৬,০০০ মাইল দূর থেকে। ছবিটিতে পৃথিবীর অর্ধেকটা দেখা যাচ্ছে- ইস্তানবুল থেকে কেপটাউন পর্যন্ত, আর পূর্বের অর্ধেকটায় তখন রাত। পৃথিবী-উদয়ের ১ম রঙীন ছবিঃ এতোদিন তো শুধু সূর্যোদয় আর চন্দ্রোদয় দেখেছেন, কিন্তু পৃথিবী-উদয়? না, পৃথিবী থেকে তো আর এটা দেখা সম্ভব নয়, তবে চাঁদ থেকে সম্ভব। হ্যাঁ, চাঁদের কক্ষপথ পরিভ্রমনরত অবস্থায় অ্যাপোলো ৮ থেকে ছবিটি তোলেন নভোচারী William A. Anders. ঘটানাটি ১৯৬৮ সালের।

মঙ্গলগ্রহ থেকে তোলা পৃথিবীর ১ম ছবিঃ ২০০৩ সালের ৮ই মে, প্রায় ৮৬ মিলিয়ন মাইল দূর থেকে অর্থাৎ মঙ্গল গ্রহ থেকে ছবিটি তোলা হয়। এখানে শুধুমাত্র আমরা বা আমাদের গ্রহই না, আমাদের প্রিয় চাঁদ মামাও কিন্তু আছে। ছবিটিতে পৃথিবীর পশ্চিম-অর্ধাংশ দেখা যাচ্ছে। ১ম মঙ্গলপৃষ্ঠের ছবিঃ নাসার মহাকাশযান ভাইকিং ১ মঙ্গলগ্রহের পৃষ্ঠের এই ছবিটি তোলে ২০-০৬-১৯৭৬ তারিখে। নিচের দিকে কোণায় যে গোলাকার বস্তু দেখা যাচ্ছে- ওটা মূলত মহাকাশযানটির পা।

১ম পর্ব ৩য় পর্ব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।