আমাদের কথা খুঁজে নিন

   

হজ্জ্ব সওসুমে ঘুরে এলাম পবিত্র নগরী মক্কা ( ছবি ব্লগ)

i love my country বাদশাহ আব্দুল্লাহ ব্রিজের উপর থেকে তোলা মিনা ময়দানের দৃশ্য মিনা থেকে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর মারতে রওনা দিয়েছেন হাজীরা মিনাতে হাজীদের জন্য নির্ধারিত তাবুতে অবষ্থান করছেন হাজীরা সরকারী অনুমতিপত্র ব্যাতীত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে যারা হ্জ্জ্ব করতে যান তারা এভাবে রাস্তায় শুয়ে থাকেন তাদের জন্য কোন তাবু থাকে না। দুরথেকে দেখা যাচ্ছে মসজিদুল হারাম মসজিদুল হারামের বাইরের চত্তর মসজিদ সংলগ্ন সুউচ্চ টাওয়ার। যার চারপাশে চারটি ঘড়ি যা বিশ্বের সবচেয়ে বড় ঘটি । প্রতিটি ঘড়ির ওজন ৯ টন এবং উচ্চতা দশ তলার সমান। মসজিদের পাশেই বাদবাহর বাড়ি যেখানে বিদেশি মুসলিম মেহমানরা এসে অবস্থান করেণ মসজিদুল হারামের ভিতরের একটি দৃশ্য তওয়াফ করছেন হাজীরা মসজিদুল হারামের বাইরে এভাবে নির্ভয়ে খাদ্য গ্রহন করতে দেখা যায় হাজার হাজার কবুতর মসজিদ থেকে ফিরে আসছেন আমাদের দুই সহপাঠি এবার আমাদের ফিরে আসার পালা দেখে নিন রাস্তার কিছু দৃশ্য মক্কার বিভিন্ন যায়গায় পাহাড় কেটে তৈরী করা হয়েছে এরকম অসংখ্য সুড়ঙ্গ রাস্তা রাস্তার দুই ধারে ঠাই দাড়িয়ে শুধু পাহাড় আর পাহাড় তায়েফে রাস্তার পাশে চোখে পড়লো মনোরম ষ্টেডিয়াম মরুভুমিতে চলছে উট রাস্তায় হঠাৎ বৃষ্টি দুপুরে খাবারের জন্য হোটেলে দাড়ালাম খাবার নিয়ে আসছেন আমাদের এক সহপাঠি শুরু হলো খাবার পরিবেশনা খাবার খেয়ে আবার রওনা দিলাম পতিমধ্যে পুলিশের চেকপোষ্ট চলতে চলতে প্রায়ই নজরে পড়ছে এরকম সাইনবোর্ড যাতে পথচারিদেরকে স্বরণ করিয়ে দেয়া হচ্ছে আল্লাহর জিকির। পেট্রোল পাম্পে তেল নিতে দেখলাম শিশুদের খেলনার পশরা সাজিয়েছে এক দোকানী খোলা আঁকাশের নিচ দিয়ে রিয়াদের উদ্দেশ্যে রওনা করেছি আমরা দোয়া করবেন।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.