এ স্থান টুকু খালি থাক রানা প্লাজা ভবনটি ধ্বসে যাওয়ার পর উদ্ধারকর্মীরা উদ্ধার সরঞ্জামের খুবই অভাববোধ করছেন। প্রয়োজনীয় অনেক সরঞ্জামই সেখানেই নেই। সাধারন মানুষের কাছ থেকে চাদা তোলে এগুলো ব্যবস্থা করা হচ্ছে। টিভিতে দেখতে পাচ্ছি অনেক উদ্ধারকর্মীরা টর্চ লাইট, ব্লেড, কাটার মেশিন এগুলো খোজছেন। সেখানে থাকা এক লোক জানালেন, গতকাল টর্চ লাইট কেনার জন্য মানুষের থেকে ২/৫ টাকা করে তোলা হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক উদ্ধার সরঞ্জামাদি না পাওয়ায় বিলম্ব হচ্ছে উদ্ধার কাজে । আটকা পড়া মানুষ গুলো বা যারা এখনও জানে বেচে আছে তাদের বেচে থাকার আশাও ধীরে ধীরে ক্ষীন হচ্ছে। ঢাকার বুকে এমন একটি ঘটনায় উদ্ধার সরঞ্জাম পর্যাপ্ত পরিমান না থাকা বা এগুোলো না পাওয়া ভাল জিনিসের লক্ষন না। স্থানীয় ধনকেবুর ও এমপি মন্ত্রীরা যারা ক্ষমতায় আরোহন করেই টাকা কামানো শুরু করেন তারা তো সামান্য একটু এগিয়ে আসলে অনেক হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।