আমাদের কথা খুঁজে নিন

   

'হতাশাই যাহার মূলধন'

অস্থির প্রতিযোগীতার এই সময়ে জীবিকা নির্বাহ যেমন কঠিন হইয়া পড়িয়াছে। তেমনি আর্থিক সংগতি নিয়াও অনেকে তাহা কোন ব্যবসায়ে খাটাইবেন এই চিন্তায় ব্যস্ত। কারণ বৃহদায়তন ব্যবসায় করিবার জন্য পুঁজি অপ্রতুল আবার ক্ষুদ্র ব্যবসায় করিবার সাহস নাই। যাহা হোক আমার আজিকার আলোচনা মূলত কিছু ব্যবসায়ের এক অতি চমত্‍কারী মূলধন নিয়া। ব্যাংকিং বা অর্থলগ্নীর ব্যবসা পুঁজিবাদী সমাজের এক অবিচ্ছেদ্য অংশ।

ইদানিং এইটাইপের কিছু ব্যবসা যাহা অতি অল্প সময়ে অধিক মুনাফার লোভ দেখাইয়া অনেককেই সর্বস্বান্ত করিয়াছে। ইউপে টু কিংবা যুবকটাইপের প্রতিষ্ঠানগুলোর টার্গেট হইল বেকার হতাশ যুবসমাজ ও স্বল্পপুঁজির বিনিয়োগকারীগণ। যখন চাকুরী ও বিনিয়োগের সুযোগ খুঁজিতে গিয়া মানুষ হতাশ,তখনই উনারা এক রঙ্গিন স্বপ্নের বহর নিয়া এইসব হতাশ পাবলিকের দুর্দশার চূড়ান্ত করিবার আয়োজন করে। অনেকটা গ্রামীণফোনের প্যাকেজ ডিজুসের বিজ্ঞাপনের মত। ডিজুসের ডায়লগ ছিল 'জটিল মুড','কঠিন ভাব','ফাও গ্যাঁজাও'; এইখানে লক্ষ্য করুন,কিছু বিবাহের অভাবে পীরিতেমগ্ন পোলাপানকে জটিলমুডে কঠিন ভাব ধরাইয়া দিয়া রাত্রিকালিন ফোনালাপে মত্ত রাখিত।

আর ফাও গ্যাঁজাইত মূলত কোম্পানীগুলো। 'লাক্স চ্যানেল আই সুপার ষ্টার' নামক প্রতিযোগীতাসমূহের মূল পুঁজিটাই হইল রমণীগণের(কেহ ভুল করিয়া মিট রমনী ভাবিয়া নিবেন না) লাইফস্টাইল সংক্রান্ত হতাশা। ভগিনীগণকে দীর্ঘদিন ধরিয়া পুঁজিবাদী মিডিয়া বুঝাইল যে তোমাদের সম্পদ হইল তেলতেলে ত্বক,গাড়ী টানিবার ক্ষমতাওয়ালা কেশরাজি,কোকের বোতলসদৃশ ফিগার। আর তোমাদের সাফল্য হইল পুরুষদিগের মুগ্ধ লোলুপ দৃষ্টি আর অপর নারীর ঈর্ষান্বিত ভ্রুকুটিতে। এইবার কে কত সফল এইটা বুঝাইবার মানসে এইসব সুন্দরী প্রতিযোগীতা।

যাহা দেখিয়া অপর নারী যাহাদের ত্বক মেলানিনসমৃদ্ধ আর অমসৃন ও ফিগার বোতলসদৃশ হাড্ডিসার নহে তাহারা আরো হতাশ হইয়া সুন্দরীদিগের পানে চাহিয়া কহে 'কি তোমার রূপের রহস্য?';তখনি খুনীলিভার কোম্পানী হাজির হয় জাদুকরী ক্রীম নিয়া যাহা ত্বককে কখনো সাদা কখনো গোলাপী করিয়া থাকে। আর ঐসব বাঁকাত্যারা রূপসীগণ একখান হাইপাওয়ার ভেটকী দিয়া বিজ্ঞাপন দিয়া কহে যে আমি এই ক্রীম নিয়মিত মর্দন করিয়া ত্বকের তেল বাড়াইয়াছি। এইভাবে কিছু চতুর ব্যবসায়ী প্রথমে আপনার সাফল্যের মাপকাঠি নির্ধারন করে এবং পরে ঐ লক্ষ্যে পৌছাইবার উপায় হিসাবে তাহাদের পণ্য উপস্থাপন করে। আর নাদান আল্লাহর বান্দাগণ ভাবিয়া দেখে না যে তাহাদের আসল সাফল্য কি আর তাতে পৌছাইবার উপায়ই বা কি?আল্লাহ প্রদত্ত দেহসৌন্দর্য কখনো কারো সাফল্যের শর্ত হতে পারে কি না?এসব না ভাবিয়া আমরা হতাশ হইয়া পড়ি। অথচ আল্লাহ আমাদের সৃষ্টি করিয়াছেন তাঁরই ইবাদতের জন্য।

তিনি রিযক নির্ধারন করিয়া দিয়াছেন যাহা হালাল পথে তালাশ করিতে বলিয়াছেন। তিনি বিভিন্নরূপে মানুষকে বানাইয়াছেন কিন্তু সত্‍কর্ম ব্যতিত ঐ রূপের কোন মূল্য আল্লাহর নিকট নাই। সর্বোপরি তিনি মানুষকে হতাশ হইতে নিষেধ করিয়াছেন। আল্লাহ বলেন. '...নিশ্চয়ই আল্লাহর রহমত হইতে কাফির সম্প্রদায় ব্যতিত অপর কেহ নিরাশ হয় না। '(সূরা ইউসুফ-৮৭) আল্লাহ আমাদের সত্‍কর্মসাধনে সাহায্য করুন এবং হতাশা হইতে রক্ষা করুন।

Collected From Brother Ralph Rover ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.