আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য "রেলওয়ে স্টেশন "

"অতি অপরিচিত " রাত্রি ১২ টা বেজে ৫৬ মিনিট । স্থান , পাটুয়াপাড়া , দিনাজপুর । চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা । শীতের রাত , কুয়াশায় সামনের অনেক কিছুই চোখে পড়ছে না । সোডিয়াম লাইটের নিচে একটা কুকুর শুয়ে আছে ।

অতি সাবধানে কুকুরটাকে পাশ কাঁটিয়ে বেরিয়ে এলাম । এই গভীর রাতে কুকুরের ডাকে এই মায়াময় পরিবেশটাকে আর নষ্ট করতে চাইনা । গন্তব্য দিনাজপুর রেলওয়ে স্টেশন । আশে পাশে কোন রিকশা দেখা যাচ্ছেনা । খুব সম্ভবত পুরোটা পথ হেঁটেই যেতে হবে ।

এই সময় কাউকে সাথে পেলে ভাল হত । গল্পে গল্পে সময় কাঁটিয়ে দেওয়া যেত । যাই হোক , আমার কথা বলা হয় নি । আমি প্রান্ত । দিনাজপুরেই আমার স্থায়ী নিবাস ।

কিন্তু এখন অস্থায়ী ভাবে দিনাজপুরে থাকছি । এক মাসের বিশাল ছুটিতে গত পরশু বাসায় এসেছি । ২ দিন থেকে মাথায় আবার ভুত চাপল , কোথাও ঘুরে আসা দরকার । ভার্সিটি খুলতে আরও বেশ খানিকটা সময় দেরি , এর মাঝে অভিযানে বের হওয়া মন্দ নয় । কিন্তু চাইলেই কি আর সবকিছু এত সহজে হয় ? বাবা মা , যখন শুনল আমি ঘুরতে যাব , তখন মোটেও রাজি না ।

একমাত্র ছেলে কিছুদিন মোটে থাকবে ,তা না । অনেক কষ্টে মাকে রাজি করালাম । মাত্র কয়েকদিন থেকেই চলে আসব । কোথায় যাচ্ছিস , কেন যাচ্ছিস ? এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিলাম । বন্ধুর বাসায় যাচ্ছি , কাপ্তাই ।

ট্রেন ছাড়ার কথা রাত ২ টায় । আগেই খোঁজ নিয়ে এসেছি , ট্রেন ৫ ঘণ্টা লেট । ৯ টার ট্রেন তাই এখন ছাড়বে , দুটায় । তাই বাসা থেকে কাঁধে ঝোলানো ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম । রাত্রি ১টা বেজে ০৭ মিনিট ।

বেশ খানিকটা পথ হেঁটে আসলাম । আসার পথে একজন জনমানুষকে ও দেখলাম না । প্রথমে এত শীত লাগছিল না এখন অনেক শীত লাগছে । রীতিমত কাঁপতে শুরু করেছি । নাহ ! একটা রিকশা অনেক দরকার ছিল ।

আজ কি পূর্ণিমা ? কুয়াশায় কিছু বোঝা যাচ্ছে না , হলে হবে আমার কি ? আমি তো আর জ্যোৎস্নাতে অবগাহন করি না । এরকম সাত পাঁচ ভাবতে শুরু করলাম । কিন্তু সময় অনেক ধীর লয়ে চলছে । হাঁটার গতি বাড়িয়ে দিলাম । শীত কিছুটা কম লাগছে এখন ।

রাত্রি ১ টা বেজে ৪৩ মিনিট । দিনাজপুর রেলওয়ে স্টেশন । অন্যদিনের তুলনায় এখন অনেক ভিড় কম । ট্রেন এখনও এসে পৌছায়নি । আসবে কখন আর ছাড়বে কখন ভেবে মেজাজটাই খারাপ হয়ে গেল ।

রাতের ঘুমটা পুরোপুরি মাটি করে দিল । একটা বেঞ্চে গিয়ে বসলাম । বেঞ্চ দেখি আমার ধারণার চেয়েও বেশি ঠাণ্ডা । কিন্তু কিছু করার নেই । সেটাতেই বসে থাকতে হবে ।

কিছুক্ষণ পর একজন লোক পাশে এসে বসল । আপাদমস্তক নিজেকে কাল চাদরে ঢেকে রেখেছে । শুধু চোখ দুটো বের করে রেখেছে । হাতব্যাগটা আমার পাশে রেখে লোকটা আমার দিকে তাকাল । আমি একবার তাকিয়ে অন্যদিকে তাকালাম ।

চাদর সরিয়ে ফস করে একটা সিগারেট ধরাল লোকটা । কিছুক্ষণ পর ট্রেন আসল । আমিও উঠলাম । ওই লোকটাও উঠল । তারপর দুইজন দুই বগিতে উঠলাম ।

ট্রেন ছেড়ে দিল । কাহিনী শেষ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।