আমাদের কথা খুঁজে নিন

   

প্রচারে কি ধর্মের মহিমা বাড়ে?

কি যে করি ইদানীং দেখছি ফেইজবুক ফীড, আমারব্লগ, সামহয়্যারব্লগ সব জায়গাতে ধর্মীয় পোস্টের ব্যাপকতা বেড়ে গেছে। বাড়ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর মিথ্যাচার। ধর্ম পালন তো নিজস্ব ব্যাপার- কেউ কারো ধর্ম পালন করে দিতে পারেনা। কিম্বা পাপ-পূণ্য আপনি ভাগ-বাটোয়ারা করে দিতে পারবেন না। তো দেখা যাচ্ছে ধর্ম হচ্ছে দ্বিপাক্ষিক একটা ব্যাপার।

আপনি আর সৃষ্টিকর্তা। সেখানে আপনি যদি জোর করে আমার উপর কিছু চাপাতে চান, তো আমার তো ভালো নাও লাগতে পারে। ছোটবেলায় প্রচন্ড ভয় পেতাম তাবলীগওয়ালাদের। তখন বাবার নিয়ম ছিল যেখানেই থাকি সূর্য ডোবার আগে বাসায় ফিরতে হবে। এরকম একদিন পড়লাম তাবলীগওয়ালাদের খপ্পরে।

যতই বলি যে আমাকে বাসায় যেতে হবে, কে শোনে কার কথা। জোর করে নিয়ে গেল নামায পড়তে। শুধু তাই? এরপর শুরু হল তাদের দীর্ঘ বয়ান। বাসায় ফিরে যথারীতি রিমান্ডে। এরপর তাবলীগওয়ালাদের সাথে দেখা হলে বলতাম যে আমি ভিন্নধর্মালম্বী।

আচ্ছা বৌদ্ধরা কেমনে ধর্ম প্রচার করে? হিন্দুদের তো ঝামেলাই নাই! খ্রীষ্টানদেরটা জানি কিছুটা। অসুস্থ রোগীদেরকে সান্ত্বনা দিচ্ছিল, দেখছি একবার। সরাসরি ধর্মের কথা নাই। মুসলমানদের ধৈর্য্য এত কম! এমনকি ধর্ম প্রচারের ক্ষেত্রেও। মানুষের ফেইজবুক ফীড ভাসায়ে দিল কোন সুরা দিয়া বা কোন ব্লগ ভরাইয়া ফেললো পোস্ট দিয়া।

এতে মানুষ আগ্রহর চেয়ে বিরক্ত হয় বেশী। '¬¬কুরআনের কয়েকটি বিষ্ময়কর তথ্য!¬¬ ফেবু থেকে পা্ওয়া,,' 'সনাতনী ভাইদের বলছি, আসুন ! সকলে মিলে গরুর মাংস খাওয়ার উৎসবে সামিল হই !!!' 'কীভাবে বুজবেন আপনি চাগু/ কুত্তা/ গাধা/ খচ্চর/ নাস্তিক/ নাকি মানুষ ! ( ( এবং কোন দল করেন' 'হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ-এর দিনই হচ্ছে সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদু ঈদে আ’যম, সাইয়্যিদু ঈদে আকবর...' “মসনবীয়ে রুমী ” লেখকঃ হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি 'Islam is about real love, not just lust': The party girl who's embraced a new life as a Muslim convert' 'ধর্মভিত্তিক বিপণনঃ প্রেক্ষাপট আমেরিকা' 'বিবি খাদিজার মৃত্যু পরবর্তী নবী মোহাম্মাদ' 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব' 'মুসলমানদের ১০০১টি আবিস্কার -তারকারাজীর নাম, টর্পেডো, মানুষবহনকারী প্রথম রকেট, সামরিক ব্যান্ড' আর ফটোসপ রিটাচ করা যে কতো আল্লাহু লেখা! আর যে একটু প্রতিবাদ করবে, সেই নাস্তিক! ধর্মমতে একজন মানুষকে এভাবে নাস্তিক বলা যায়না। মানুষকে বিরক্ত করার কথাও কোন ধর্মে বলেনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.