আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় কিছু কার্টুন এবং তার সাথে মিলিয়ে প্রেম, বিরহি রম্য কাব্য... উৎসর্গঃ ঘুড্ডির পাইলট, একজন আরমান, মাক্স, চেয়ারম্যান ০০৭ চাচা, জেমস বন্ড।মারিস মোরে আবার তোরা।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। ১. এক দুই তিন চার তুমি আমি ভালবাসায় হয়েছিলাম একাকার। ২. তোমার আমার ভালবাসার Rate of Ex-change, হয়ে গেছে কেন বল নিন্ম দিকে Change । ৩. তোমায় দেখে একদিন হয়েছিল Fall in Love, লাভ তির হিসাব কষে আজতো দেখি Fail in Love । ৪. মধ্যবিত্ত কবি আমি নিন্মবিত্ত মানিব্যাগ, একথাটি শুনে তোমার বাড়ছে কেন চলে যাবার গতিবেগ।

৫. ভালবেসে হয়েছে যারা নিষ্য আজ দেখি তারা গাঁজা বাবার শিষ্য। আমি পোলা খুব বেশি বোকা নই খুঁজে নিবো আবার কোন সুন্দরি সই। বিঃদ্রঃ সাময়িক পোস্ট হতে পারে। প্রথম প্রকাশ ২০০১, মাসিক উন্মাদ। এই কাব্যে বলা কথাগুলো একজন রেজিস্টার্ড উন্মাদ এ কইছে যার নাম সাগর উন্মাদ।

অতএব কারো জীবনের সাথে মিল লেখক দায়ি নহে। আর মূলকথা পাগলের কথায় রাগ কইরা লাভ কি। জানেনতো পাগলে কিনা বলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা নিরন্তর।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.