আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর অপরাধ........চাই সম্মিলিত প্রয়াস

চট্টগ্রামে ছেলেমেয়ে সহ মা খুন .........অপরাধীর .অপরাধের ধরন দেখে আৎকে উঠতে হয়। কেন এমন হচ্ছে। আমাদের দেশে র বতর্মান সামাজিক অস্হিরতা, পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়া, পিতামাতার দায়িত্ববোধের অভাব, বহ্ুবিবাহ, পিতামাতা মাদকাশক্ত হয়ে পড়া ইত্যাদি অনেক কারনে অসংখ্য অভিভাবকহীন শিশুকিশোর অপরাধে জড়িয়ে পড়ছে। কিছুকিছু ক্ষেত্র অভিভাবকহীন শিশুকিশোর ভবঘুরে হিসাবে অথবা নানা কারনে পুলিশ কতৃক ধৃত হয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরিত হয়। পরিবার একটি শিশু বা কিশোর এর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলেও নানা কারনে পরিবার হতে বিচ্ছিন্ন শিশু কিশোরদের এ অবস্হা হতে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে সহযোগিতার জন্য কিশোর উন্নয়ন কেন্দ্রে র মত সরকারী আশ্রয় কেন্দ্রের প্রয়োজন বেড়ে যাচ্ছে।

কিন্তু বিদ্যমান সংশোধনী কেন্দ্র গুলিতে যে পরিমান যত্ন ও নিরাপত্তার ব্যবস্হা নেয়া প্্রয়োজন তা নেই বললে চলে। জীবনমুখী ও কারিগরি শিক্ষার ব্যবস্হা নেওয়ার মাধ্যমে এ সমস্ত শিশু কিশোরদের স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ তৈরী করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেই। শিশু আইন ১৯৭৪ এর যথাযথ প্রয়োগ নেই। শিশু বলতে কাদের বোঝা তা নিয়েও বাংলাদেশের বিভিন্ন আইন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। আন্ত্জাতিকভাবে শিশু অধিকার সনদ ১৯৮৯ অনুযায়ী শিশু বলতে ১৮ বছর পর্্যন্ত বোঝালেও বাংলাদেশে ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়স্ককে শিশু বোঝার।

কোন অপরাধে অভিযুক্ত শিশু বা কিশোর কিশোরী কিশোর বিচার ব্যবস্হার সংস্পশের্র্ আসতে পারে শিশু আইন এর বিধান অনুযায়ী । কিশোর আদালতে এক্ষেএে অপরাধে অভিযুক্ত শিশু কিশোর ছাড়াও নিয়নত্রন বহির্ভুত শিশু বা কিশোর কিশোরীদের নিজ আওতায় নিতে পারে। পিতামাতার আবেদনের মাধ্যমে সংশোধনের জন্য কিশোর উননয়ন কেন্দ্রে পাঠানো যাচ্ছে। কিন্তু এর কোনটাই যথেষ্ট নয়। এদেশে পোষাক খাতে যে সমস্ত নারীরা কাজ করছে তাদের সন্তানদের উপর পরিসংক্ষান চালালে এর ভয়াবহ চিএ পাওয়া যাবে।

শিশু কিশোরদের জন্য রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেওয়ার সময় পার হয়ে যাচ্ছে। ব্যক্তিগত পয্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার অত্যন্ত জরুরী সময় হয়তো এখন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.