আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচান ভাই, কাল থেকে আমার প্রেশার বেড়ে গেছে

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! শিরোনাম দেখে কেউ হাসবেন না। ফেইসবুক আসলে জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে, এমন শিরোনাম না দিয়ে উপায় নাই। প্যাচাল বাদ দিয়ে আসল কথায় আসি। আমার ফেইসবুকের এ্যাকাউন্ট টি আমার কতিপয় দূর্ভাকাংখী বহুবার হ্যাক করার চেষ্টা করেছে, তাই সিকিউরিটি হিসেবে এমন সিস্টেম করেছিলাম যাতে ফেইসবুকের এ্যাকাউন্ট খোলার সময় আমার মোবাইলে একটা কোড আসতো। এ ফেইসবুকের এ্যাকাউন্ট খোলতে কোডটি দিতাম, ব্যাস্ হয়ে যেত।

এছাড়াও আমার মোবাইলে বিভিন্ন নটিফিকেশন মেসেজও আসতো। আমার মোবাইল নং : ০১৭১৭৯৯২০৩০ ফেসবুকের যে নং থেকে মেসেজ আসতো : ৩২৬৬৫ গতকাল থেকে আর সিকিউরিটি কোডটা আসছে না, এমনকি নটিফিকেশন মেসেজও আসছে না। যার দরুন ফেইসবুকে ঢুকতে পারছি না। রিসেন্ড কোড দিছি ইমেইল খুলে রিপোর্টও করেছি কোন সাড়া শব্দ নাই। আসলে ফেইসবুক শুধু বন্ধুদের জন্য নয়।

অনেক গুরুত্বপুর্ণ লিংক ও খবরের সন্ধানে ফেইসবুক ব্যবহার করি। জিপি অফিসে কল দিয়েছি, তারা কিছু বলতে পারল না। ফেইসবুক এর কোন কল সেন্টারের ঠিকানা বা মোবাইল নং কেউ জানেন কি? কারো কাছে কোন সমাধান থাকলে , আমার মোবাইল নম্বরে একটা কলদিন প্লিজ। ০১৭১৭৯৯২০৩০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.