আমাদের কথা খুঁজে নিন

   

চোখের ভেতর স্বপ্ন থাকে

কোথায় আজ হারালে তুমি, আগে তোমায় কেন বুঝিনি আমি ! আমার জীবনের সুন্দর সময়গুলো পেরিয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও ঈশ্বর প্রদত্ত ‘সময়’ নামক উপহারটি সংরক্ষণ করা যাচ্ছে না। তবুও বিগত ক’বছরের সময়গুলির কথা মনে পড়লে আনমনা না হয়ে পারি না। এই তো কদিন আগেও নিজেকে লুকিয়ে রাখতাম আর সবার কাছ থেকে। নিজকে কেন্দ্র করে বিষন্নতার গোলক টেনে তার একঘেয়ে পরিধিতে ঘুরপাক খেতাম ক্রমাগত।

কখনো ভাবিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ পাব। তারপর, যে সময়কে দোষ দিয়েছি, সেই সময়কেই স্বাগত জানাতে হল। স্বপ্ন ছিল মেডিকেলে পড়ব, সে স্বপ্ন হোঁচট খেয়েছে বহু আগেই। অনেক চড়াই উতরাই পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছি, স্বপ্নের ঘুড়ি তখন আকাশের চূড়ায়। বন্ধু-বান্ধব আর পরিবেশের সাথে বেশ মানিয়ে নিলাম।

ভার্সিটি বন্ধ থাকলে আর ভাল লাগেনা, হলের ডাল না খেলে পেটের ভাত হজম হয় না ইত্যাদি ইত্যাদি অনুভুতি। প্রথম ক’মাস কেটে গেল এভাবেই। তারপর শুরু হল পড়াশোনা, পরীক্ষা আর ল্যাব ক্লাসের ধকল। বাস্তবতার কশাঘাতের শুরু এখানেই। ক্লাস আর পরীক্ষার সাথে তাল মেলাতে গিয়ে বারবার তালগোল পাকাই।

তারপরও স্বপ্ন দেখি ভাল ফল করার। স্বপ্ন দেখতে তো আর টিকিট লাগে না! বিজ্ঞানের অনেক মজার জিনিস পড়ি আমরা। এক ধরনের ভাইরাস আছে যারা ব্যাক্টেরিয়া খেয়ে ফেলে! আচ্ছা, যদি তাই হয় , তবে সেই ব্যাক্টেরিয়া-খেকো ভাইরাসগুলো ক্ষতিকর ব্যাক্টেরিয়া খেয়ে আমাদের রোগ সারাতে পারবে কি? পড়াশোনার হাল হকিকত যাই থাকুক, স্বপ্ন দেখি উচ্চতর গবেষণা করে নোবেল ছিনিয়ে আনব ! স্বপ্ন দেখি যানজটহীন ঢাকার রাস্তায় যান ছুটছে হাওয়ার বেগে ! স্বপ্ন দেখি শাহবাগে ‘জীবাণুমুক্ত’ ফুচকা খাচ্ছি! বাংলাদেশ ক্রিকেটে হয়েছে এক নম্বর ! পরীক্ষার বেড়াজালে জীবন যখন অতিষ্ঠ, রাফ খাতায় ছবি আঁকি। হিজিবিজি কবিতা লিখি। তখন স্বপ্ন জাগে লেখালেখি করি।

আবার কখনো ‘গানের পাখি’ হবার সুপ্ত বাসনা ডানা মেলে। কিন্তু এত শত বাস্তবতার ভিড়ে সঙ্খ্যালঘু স্বপ্নেরা কোথায় হারিয়ে যায়! খুব ব্যস্ত সময়ের স্বপ্ন দেখি, যেখানে থাকবে অনেক পরিশ্রম, ঘামঝরা খাটুনি, পাওয়া-না পাওয়ার হাসি-কান্না। আর দিন শেষে একটি উষ্ণতার স্পর্শ, যে স্পর্শ ভুলিয়ে দেবে আমার সকল গ্লানি-বেদনার দুঃখবাষ্প। এত দ্রুত বইছে সময় যে আমার মনে হচ্ছে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ‘মুহূর্ত’ নামক রেলগাড়িটিকে দেখছি। এভাবেই হয়ত শেষ হয়ে যাবে সময়, সব স্বপ্ন হয়ত পূরন করা হবে না।

আমি না পারি, অন্য কেউ নিশ্চই পারবে। জয় হোক স্বপ্নের, জয় হোক তারুণ্যের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.