আমাদের কথা খুঁজে নিন

   

বাজেট সমন্ধে জানতে চাই???

আজ সারাদিন ও গতকাল পত্রিকা ও টেলিভিশনে আমরা বাজেট সমন্ধে অনেক কিছু দেখছি য প্রতি বছর দেখে থাকি--- কত কোটি টাকা এবং কোন খাতে কত টাকা, কিভাবে আসবে এটাকা এই সব। আর এ প্রেক্ষিতে সরকারি দল বলবে যে এটা জনগনের আশা ও উন্নতির বাজেট আর বিরোধী দল বলবে এটা উচ্চবিলাসী ও নির্বাচন মুখী বাজেট যা জনগন কে উন্নতির পথ দেখাবে না শুধু নির্বাচনেই জেতা যাবে। এ কথা প্রতি বছরই শুনে আসছি। আমার মত সাধারন জনগন এতে কিছুই বুজতে পারিনা । আমার কাছে মনে হয় বাজেট মানে একটা পরিকল্পনা যা আগামী বছর বাস্তবে রুপ নিবে যদি ভালভাবে সব কিছু পরিচালনা হয় পরিকল্পনা অনুযায়ী।

তাই পত্রিকার সমালোচনা আমার কাছে দূর্বোধ্য মনে হয়। তাই কেউ কি আমাকে গত বছর এর বাজেট পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছে। তা শতকরা হারে এবং যে সমালোচনা গুলো তখন করা হয়েছিল তা বা কতটুকু হয়েছে। এ সমালোচনা আবার পয়েন্ট আকারে যেন তুলনা মূলক ভাবে তুলে ধরা হয় গত বছরের বাজেট , গত বছরের সমালোচনা, বাজেট বাস্তবায়ন, সমালোচনা বাস্তবে রুপ নেয়া, এ বছরের বাজেট, ও এ বছরের সমালোচনা। তবেই না আমরা সাধারণ জনগন সচেতন হব এবং এ বাজেট খবরে সংকিত অথবা আবেগ আপ্লুত হব ।

কেউ কি ব্লগে অথবা সাংবাদিক গন কে জানাবেন সেভাবে যে পত্রিকায় রিপোর্ট করে?????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.