আমাদের কথা খুঁজে নিন

   

হাড়ির খবর একটি চালে পাওয়া যায় না

ইদানিং একটা জিনিস খুব খেয়াল করছি । তা হল পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু ব্লগারের পোস্ট। বুঝলাম আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয় এর হাত ধরেই আমাদের ইতিহাসে অনেক পরিবর্তন এসেছে। আপনারা আমাদের সমাজ ব্যাবস্থায় অনেক পরিবর্তন এনেছেন। আপনাদের সফলতায় আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেক গর্ববোধ করি।

কিন্তু আপনাদের প্রতিটা লেখার শেষে যে কিছু বাঙ্গাত্তক শব্দ ব্যাবহার করেন সেগুলো দিয়ে আপনাদের জন্ম নিয়ে প্রশ্ন তোলাটা খুব একটা অযৌক্তিক বলে তো মনে হয় না। আপনাদের কথাগুলোর কিছুটা জবাব দেই। ভাই, আপনারা যে বলেন ৫২কিংবা ৭১ এ আপনারা অনেক অবদান রেখেছেন তো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কয়টা ছিল? আপনারা আপনাদের কোন ভাইয়ের সড়ক দুর্ঘটনা সহ্য করতে পারেন না তাই বলে কি একটা নিরিহ বাস ড্রাইভারকে হত্যা করে বা একজন মানুষের কষ্টে কেনা সম্পদ ধংশ করে কষ্ট কমান? যে গাড়ি চাপা দেয় সারাজীবনে তোঁ তার কিছু করতে পারেন না। এখন যে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় বুলি আওরান আপনাদের অধিকাংশই উচ্চমাধ্যমিক পর্যায়ে বেসরকারি কলেজে পড়ার সময় ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ কে গালাগালি করেছেন। বুকে হাত দিয়ে বলেন করেন নাই।

অজানা অচেনা মানুষকে রক্ত দেয়া কোন বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব হতে পারেনা, এটা শুধুমাত্রই সেই মানুষের কৃতিত্ব। এরকম আরও অনেক জবাব দেয়া সম্ভব। কিন্তু হাড়ির একটা চাল দিয়ে যেমন সবগুলোকে বিবেচনা করা উচিত না ঠিক তেমনি এই কথাগুলোও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য না। আপনাদের মাঝে ভালো থাকতে পারলে, প্রতিবাদী থাকতে পারলে, রক্তদাতা থাকতে পারলে আমাদের মাঝে যে থাকবেনা এরকম কোন বাধ্যবাধকতা নেই। ভালো থাকুন সবাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।