আমাদের কথা খুঁজে নিন

   

একাত্বীর কী যে যন্ত্রনা তুমিতো কখনো বুঝবেনা

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে একাত্বীর কী যে যন্ত্রনা তুমিতো কখনো বুঝবেনা হৃদয় ভাঙ্গার কী যে বেদনা আমি ছাড়া কেউতো জানে না কী ভাবে যে বেঁচে আছি একবারও খোজ নিলেনা। মনের আকাশে মেঘ জমেছে চারিদিকে লেগেছে গ্রহন সোনালী দিন হয়েছে বিলীন দুচোখে স্মৃতির দহন কোথায় আছি কেমন আছি একবারও কি মনে পরে না। একাত্বীর কী যে যন্ত্রনা তুমিতো কখনো বুঝবেনা দিনে শেষে রাত্রী আসে ঘুম নেই চোখের পাতায় চাওয়া পাওয়া নিরবে কাঁদে সপ্নেরা হারালো কোথায় আমায় কাঁদিয়ে কখনো তুমি সুখের দেখা পাবে না একাত্বীর কী যে যন্ত্রনা তুমিতো কখনো বুঝবেনা ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.