আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ শোকাহত - বাকরুদ্ধ!

আজ সকালের আপডেট :: দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। সাভারে ভবন ধ্বসের ভয়াবহ খবরটি গতকাল সকাল বেলা টিভির স্ক্রলে দেখেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। প্রথমে ৩ জনের মৃত্যুর খবর এবং কিছু হতাহতের কথা দেখেও ৮ তলা বিল্ডিং ভেঙ্গে পড়ায় মৃত্যুর মিছিলটি যে অনেক দীর্ঘ হতে পারে তাও বুঝেছিলাম। অফিসে যাবার পর নিউজ সাইটে দেখছি মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ৩০, ৫৫, ৭১, ৯০ পেরিয়ে সন্ধ্যায় তা ১০০'রও অধিক হয়ে গেছে! আজকে তা ১৫০ ছাড়িয়েছে।

আরো বাড়বে। ভাবছিলাম এই মানুষগুলোর কথা। তারা কেউ কি সকালে ভেবেছিলেনএই দিনটি তার জীবনের শেষ দিন? দুটো কিছু মুখে দিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে যখন বিদায় নিয়ে নিজ নিজ কর্মস্থলে এসেছিলেন তখন কেউ কি ভেবেছিলেন তারা আর ফিরে যেতে পারবেন না তার নিজ নিজ ঘরে! সন্তান, প্রিয়তমা স্ত্রীর কাছে? তার অতি আপন প্রিয়জনদের কাছ এটাই ছিল অন্তিম চলে আসা?? ভাবেননি জানি। তবু তাই হয়েছে। আমাদের মতন কিছু মানুষদের লোভ, অসাবধানতায় তারা চলে গেছেন না ফেরার দেশে।

জাতি আজ শোক পালন করবে। দেশের মানুষ এই নিয়ে ক্ষোভ, বেদনা, সহমর্মিতা, সমবেদনা জানাবে। তারপর আবার ব্যস্ত হয়ে যাবে জীবনের নিয়মেই। কিন্তু তাদের পরিবার? তাদের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর কষ্ট? তাদের কি হবে? প্রিয়জন হারিয়ে, পরিবারের স্বচ্ছল মানুষটিকে হারিয়ে বাকীরা কেমন করে কাটাবে বাকী দিনগুলো? আমরা কেউ তার খবর রাখবো না। তাদের কষ্ট অনুধাবন করার চেষ্টা করলেও সেই কষ্ট বুকে ধারণ করতে পারবো না আমরা কেউই।

এ এমন কষ্ট! যার হারিয়েছে এই বেদনা শুধু একান্ত তারই। সেই বুঝে তার কষ্ট! এই কষ্টের কি কোন ভাগ নেয়া যায়ে? যায় না! টিভি পর্দায় রক্তাত নারী পুরুষ! লাশ লাশ আর লাশের দৃশ্য! হাহাকার আর শিশু বৃদ্ধ বৃদ্ধার চোখের পানি! কান্নার দৃশ্য! আজ বিষণ্ণতায় ছেয়ে গেছে চারপাশ। আজ কষ্টের দিন! আহ! কষ্ট!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.