আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ সুনীলের জন্য শোকগাঁথা

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক সুনীল কেন কলকাতার কোন লেখকের বই তেমন পড়া হতোনা। মাঝে মাঝে শীর্ষেন্ধুতে উঁকি মারতাম, এই পর্যন্তই। একদিন কে একজন যেন সুনীল সমগ্র এনে দিল। সেখানে "ছবির মানুষ" নামের একটা উপন্যাস পড়ে ফেললাম। এরপর "নায়ক" এরপর.............।

এভাবেই চলতে থাকলো, সুনীলের প্রতি ভালোবাসা বাড়লো। আমাদের ছোটবেলায় ছুটির ঘণ্টা নামের কিছু বই বের হয়, সেখানে সুনীলের সন্তু-কাকাবাবু সিরিজের লেখা থাকত। বড় হয়ে সন্তু-কাকাবাবু সিরিজের সব বই পড়ে ফেললাম। পড়ে ফেললাম নীললোহিতের ভ্রমনকাহিনী। সন্তু-কাকাবাবুর সাথে নানা রহস্য উদ্ধারে কিছুদিন আগেও চলে গেছি কত জায়গায়।

সুনীলের ভৌগলিক জ্ঞান ছিল অনেক। সত্যজিতের ফেলুদায় যেমন কিশোররা ভূগোল নিজের অজান্তে জেনে ফেলত, সুনীলও তার কিশোরদের বঞ্চিত করেননি। সেটা তার লেখায়, ভ্রমনকাহিনীতে বারবার প্রকাশ পেয়েছে। আমিও বারবার ডুবে গেছি সুনীলে। ৩৩ বছর কেটে গেলো , কেউ কথা রাখেনিঃ কবিতার সুনীল? কবিতার সুনীল কার? কবিতার সুনীল নীরার জন্য শুধু।

কত তরুণ যে সুনীলের নীরাকে খুঁজেছে নিজের প্রেমিকার মাঝে তার ইয়াত্তা মেই। নীরা আর প্রেমিককে হয়তো কেউ কথা না রাখার যন্ত্রণা থেকে বের করতে পারেনি। কথা না রাখার আক্ষেপে পুড়ে পুড়ে চলে গেলেন সুনীল। নীরা এবার প্রান খুলে হাসো। হুমায়ুনের চলে যাবার কিছুদিনের মধ্যেই তার বন্ধু সুনীলও চলে গেলেন।

আমরা হারালাম সত্যজিৎ রায়ের পর দুই বাংলার সবচাইতে প্রতিভাবান লেখককে। সুনীল, যেখানে থাকুন ভালো থাকুন। ঐপারে চলে গিয়ে আমাদের কাঁদিয়ে গেলেন।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।