আমাদের কথা খুঁজে নিন

   

সত্য ''রিভিউ।'' ওয়ারফেজ বুড় হয়ে গেল?

http://www.facebook.com/Kobitar.Khata সত্য শুনে প্রথমেই যা মনে হয়েছে, ''ওয়ারফেজ বুড় হয়ে গেছে। '' ওয়ারফেজ এর ''সত্য'' বাজারে আসছে শোনার পর থেকেই এমন একটি আশংকা আমার মনে কাজ করছিল এবং সে আশংকা সত্য হল। এর আগে আরো অনেক ব্যান্ডের বেলায়ই এমন হতে দেখেছি। ব্যান্ডের বয়স বাড়ে, ব্যান্ড সদস্যদেরও বয়স বাড়ে। আর বয়স বাড়ার সাথে সাথে তারাও ঠান্ডা মেরে যায়।

ওয়ারফেজেরও তাই হয়েছে। ওয়ারফেজকে বলা হয় বাংলাদেশের হেভিমেটাল ব্যান্ডের পাইওনিয়ার। তারাই প্রথম এদেশের শ্রোতাদের হেভিমেটাল গানের স্বাদ দিয়েছিল। এবং তারা তাদের সেই স্বকীয় ধারা বছরের পর বছর ধরে রাখতে পেরেছিল। কিন্তু সত্যর মাধ্যমে তার অবসান হল।

ওয়ারফেজের নতুন এ্যালবাম সত্য যারা শুনেছেন তারা নিঃসন্দেহে আমার সাথে একমত হবে যে ''সত্য''র গানগুলোকে কোন অবস্থায় হেভিমেটাল তো দূরে কথা, মেটাল, হার্ডরকের তালিকাতেও রাখা যাবে না। ''প্রজন্ম'' গানটাতে কিছুটা মেটাল গানের আমেজ পাওয়া যেতে পারে। এ ছাড়া বড়জোর আমরা বলতে পারি ''সত্য'' একটি মেলোডি রক এ্যালবাম। প্রতিটি গানে মেলোডির ছাড়ছড়ি। ''আগামী'' গানটি শোনার সময় সে গানের গিটারে ''মেগাডেথ'' ব্যান্ডের গিটারের একটা আমেজ ছিল।

মেগাডেথ এর সাথে মিল হয় তো বা শুধুই কাকতালীয়। ওয়ারফেজ বুড় হলেও বুড় হাড্ডির খেল ঠিকই দেখিয়েছে। যদি বলি ''সত্য'' মেলোডিরক এ্যালবাম, তাহলে এটাও স্বীকার করতে হবে যে ওরা মেলোডিরকেরও বস। সত্যিই প্রত্যেকটা গানের মিউজিক অসাধারণ। গিটার, ড্রামস, লিরিকস, মোলোডি সবকিছু।

আর বেশ কিছু গানের শুরুর মিউজিক আপনি নিশ্চিন্তে মোবাইল রিংটোন হিসেবে রাখতে পারবেন। সব মিলিয়ে আমরা যারা ওয়ারফেজ থেকে বারুদের মতো হেডিমেটাল গান আশা করি তারা হয় তো কিছুটা হতাশ হব কিন্তু এ্যালবামটিকে যদি মেলোডি রক হিসেবে গ্রহন করি অবশ্যই সত্যকে একশ তে একশ দিতে হবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.