আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী পাসপোর্টে এনভিআর ষ্ট্যাম্প কোন নীতিমালার ভিত্তিতে?

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ আমি একজন বাংলাদেশী কিন্তু কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার। কানাডার বৃহত্তম শহর টরন্টো ডাউনটাউন এ আমার বাস। এখানে বাংলাদেশের কনস্যুলট অফিস নেই। আছে রাজধানী অটোয়াতে। অটোয়া টরন্টো থেকে অনেক দূর।

তাঁরা জুন মাসের ২৩ তারিখে এখানে এসেছিলেন কিন্তু তারপর আর খবর নেই! প্রতিদিন খোঁজ নেই! আজ সকালে অটোয়াতে ফোন করেছিলাম। রিসিপশন থেকে জানানো হলো কবে নাগাদ তাঁরা টরন্টোতে আসবেন তা এখনো ঠিক হয়নি। নভেম্বের ২০১২ আমি কানাডার বাইরে চলে যাচ্ছি। প্রথমত হংকং তারপরে সিডনি, অষ্ট্রেলিয়া। তারপরে দেশে ফেরার ইচ্ছে আছে কিছূ দিনের জন্য।

কিন্তু সমস্যা হলো- বাংলাদেশী নাগরিক যাঁরা ভিনদেশী পাসপোর্ট হোল্ডার তাঁদের ভিনদেশী পাসপোর্টে এনভিআর ষ্ট্যাম্প না লাগিয়ে নিলে নিজ দেশে ভিসা নিয়ে যেতে হবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই চলে আসতে হবে যা বাড়তি ঝামেলা। অটোয়াতে একবার জানতে চেয়েছিলাম, এখান থেকে না করে আমি যদি হংকং থেকে এনভিআর ষ্ট্যাম্প সংগ্রহ করি তাতে কোন সমস্যা আছে কি না? জবাবে একজন বলেছিলেন," অন্যদেশ থেকে এলে এখান থেকে আমারা কোন এনভিআর ষ্ট্যাম্প দিই না। হংকং থেকেও হয়তো আপনি পাবেন না। " হংকং এ বাংলাদেশ কনস্যুলট এ ফোন করেছিলাম গতকাল। জয়নাল নামক একজন বলেলেন একই কথা।

কেনো এভিআর দেবেন না জানতে চাইলে তার কোন সদুত্তর দিতে পারেননি জয়নাল সাহেব!! সিঊল, দক্ষিণ কোরিয়া থেকে একবার পাসপোর্ট তুলতে হয়েছিল আমার। একমাস পরে তারিখ মতো পাসপোর্ট আনতে গিয়ে দেখি আমার পাসপোর্ট বানানোই হয় নি! ৬/৭ ঘন্টা অপেক্ষা করে সদ্য হাতে লেখা পাসপোর্ট পেয়ে দেখি, কি হাতের লেখা! তৃতীয় শ্রেণীর ছাত্রের হাতের লেখার চেয়েও খারাপ! হংকং এ যখন পাসপোর্ট বানালাম একই হাতের লেখা!! আর কাল জয়নাল সাহেব যেভাবে কথা বললেন তাতে মনে হলো: বাংলাদেশ সরকারের উচিৎ কথা ও কাজে একটু স্মার্ট বানিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ে চাকুরী দেয়া। পরিশেষে স্মরণ করিয়ে দিয়ে জানতে চাই প্রবাসীদের এনভিআর এর বিরম্বনা আর কতোদিন সইতে হবে? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।