আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারফেজ এর নতুন এলব্যাম সত্য(ডাউনলোড লিঙ্ক সহ)

স্বপ্নে আছি...স্বপ্নে বাঁচি...স্বপ্নের সাথে মোর বসবাস গান গুলো বেশ হয়েছে। আমি ভেবেছিলাম সব হেভি রক হবে । কিন্তু না , সফট মেলোডিয়াস আছে বেশ কয়েকটি। যেদিন খুশির কান্না ভেজাবে ওই চিবুক তোমায় নিমন্ত্রন আমার সাথে কাটিয় কিছুক্ষণ। যেদিন হাসির ছটায় ভরবে আমার মুখ , বাধন হারা সুখ বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন।

ব্যাথার অরণ্যে স্থবিরতায় কত কাল কেটে যায় তবু যে স্বপ্নে ছবি আঁকা। এখন আমি আমার অনন্ত করুন সুর থেকো বহুদুর দুঃখের অশ্রু ঝরুক আমার এ গায়ে , এখন ঝরে কাঁপছে আমার ঘর । আপন কৃপায় হাসলে সকাল আবার হবে দেখা। যেদিন স্রোতস্বিনীর অকাল স্বর্গ বাস আর বদ্বীপ এর উপবাস লজ্জায় আমি রব অন্তপুরে। যে দিন বর্ষাখাদে বিলিন পঙ্কিলতার গ্লানি যদি আবার অভিমানি ভিজব তোমার সাথে উদ্দীপনায় পুড়ে।

ব্যাথার অরণ্যে স্থবিরতায় কত কাল কেটে যায় তবু যে স্বপ্নে ছবি আঁকা। এখন আমি আমার অনন্ত করুন সুর থেকো বহুদুর দুঃখের অশ্রু ঝরুক আমার এ গায়ে , এখন ঝরে কাঁপছে আমার ঘর । আপন কৃপায় হাসলে সকাল আবার হবে দেখা। যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ, মাতাল পরিবেশ প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত। সে দিন জয়ের মিছিল ছুটবে বেগে থাকব সবার আগে রাখব আমি তোমার হাতে হাত।

ব্যাথার অরণ্যে স্থবিরতায় কত কাল কেটে যায় তবু যে স্বপ্নে ছবি আঁকা। এখন আমি আমার অনন্ত করুন সুর থেকো বহুদুর দুঃখের অশ্রু ঝরুক আমার এ গায়ে , এখন ঝরে কাঁপছে আমার ঘর । আপন কৃপায় হাসলে সকাল আবার হবে দেখা। ডাউনলোড ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।