আমাদের কথা খুঁজে নিন

   

নেশা, বোধ,অভিনয় ... জীবন।

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা। আমি থমকে যাই বারবার, আমি থেমে যাই বারবার ... নেশার দমকে দমকে সুবোধ মাতাল। প্রশ্ন থেকে যায় সুচতুর দেয়ালে- এই তবে ধেয়ে চলা .....? স্বপ্নদ্রষ্টার অনাহুত স্বপ্ন কংক্রীটের শক্ত বুননে মৃত এক ক্ষুদে পোকা। হৃদপিণ্ডের জমাট কুয়াশা ভোর হতে বাধা দেয়! বারবার ...। বারণ করে নেশাতুর বোধকে। বারংবার ...। তো? থেমে আছি? রঙ্গমঞ্চ ঠিকই ঠেলে নিয়ে যায় লাইমলাইটের তীব্রতায়! খাদের কিনারে হুমড়ি খাওয়ার আগ মুহুর্তেও সকল শব্দই আসলে অভিনয়! স্বপ্নদ্রষ্টা মানেই যে স্রষ্টা নয় সেই সত্য, সেই সত্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।