আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়ারা আমি মি: ফালতু ।

আসুন জামাইত্যা-রাজাকারদের ও যুদ্ধপরাধীদের এখন মার্ক করি। ভাইয়ারা আমি মি: ফালতু । তবে আপনাদের জীবন কিন্তু ফালতু নয়। এজন্য আপনাদের জীবন নিয়ে ভাবা দরকার। কেননা, বড় হয়েছেন বাবা-মা আর কয়দিন দেখাশুনা করবে।

কয়দিন ভাত দিবে। কবি এজন্যই বলেছেন পেটের জ্বালা বড় জ্বালা। পেটে যদি ভাত না থাকে তবে মিষ্টি জিনিসও তিতা হয়ে যায়। সে সময় প্রেম পিরিতি , বন্ধুদের সাথে আড্ডা মারা। মোবাইল দিয়া প্রেমিকাকে SMS দেয়াটা বড়ই জ্বালা যন্ত্রনাদায়ক হয়ে দাড়াঁয়।

আমি পরীক্ষা কইরা দেখছি আমার এক বন্ধু ইন্টার সেকেন্ড Year এ পরীক্ষা দিছে। সে এক মেয়ের সাথে প্রেম-পিরিতি করত। ঢাকা গুলশান ১,নম্বরে তার আব্বা একটা Flat ত্রুয় করছে । বাপ সরকারী চাকরী করে ভাল Income করে। একদিন তার আব্বা হার্ট স্ট্রোক কইরা মারা গেল।

আর কি বাড়িতে কান্না-কাটি হই হুল্লোর শুরু হল। কিছু দিনের মধ্যে তাদের টাকার খুব অভাব দেখা দিল। অভাবের ফলে তার মা একদিন হুট কইরা পেনশনের সব টাকা উঠায় ফেলল। পোলা একখান Yamaha Fazer মোটর সাইকেল কিনল। ঠিক তার একমাস পর তাদের টাকার খুব অভাব হল।

আমার সে বন্ধু তার আত্মীয়-স্বজনদের কাছে হাত পাতা শুরু করল। তার প্রেমিকা তার এই অবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গেল এবং আরেক বেটার সাথে প্রেম-পিরিতি জুড়ালো। এই হল প্রেম-পিরিতির প্রকৃত পরিচয়। এজন্য আগে নিজের জীবনকে নিয়ে ভাবুন। নিজে বাঁচলে বাপের নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.