আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ ডিবির দারোগা মিজানের সাজান মাদক জাল থেকে রক্ষা পেল এক যুবক!

অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। নির্দিষ্ট লোক ও স্থান টার্গেট করে সোর্স দিয়ে মাদক রাখা হয়। পরে মাদকসহ সেই ব্যক্তি আটক করে দারোগা।

পরে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। নয়তো মাদকের পরিমাণ আরো বাড়িয়ে আদালতে পাঠায় নিরীহ গ্রেপ্তারকৃতকে। এসব অভিযোগ জেলা গোয়েন্দা পুলিশের একাধিক এসআইয়ের বিরুদ্ধে। এমন গ্রেপ্তার বাণিজ্য করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে তারা। তবে এবার সেই সুবিধা করতে পারেনি ডিবির দারোগা মিজান।

এক কলেজ ছাত্রকে ফাঁসাতে গিয়ে পুলিশ সুপারের জেরার মুখে পড়তে হয়েছে তাকে। ডিবি অফিসের একটি সূত্র এ তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে পঞ্চবটি এলাকায় বাইরে মোটর সাইকেল রেখে বন্ধুর বাড়িতে বেড়াতে যায় এক কলেজ ছাত্র। ফেরার সময়ে মোটর সাইকেলে উঠতে গেলে বাধা দেয় ডিবির দারোগা মিজানসহ কয়েকজন। যুবককে বলা হয় মোটর সাইকেল তল্লাশি করা হবে।

যুবক তখন বলেন, করেন। তল্লাশি করে সিটের ছেড়া অংশ থেকে একটি দিয়াশলাই বের করে আনে ডিবি পুলিশ। দিয়াশলাইয়ের ভেতর কয়েকটি ইয়াবা পাওয়া যায়। অধুমপায়ী ওই যুবক সাথে সাথে প্রতিবাদ করে উঠে। এরপরেও ডিবি অফিসে নেয়া হয় তাকে।

যুবকের আত্মীয় স্বজনরা ডিবি অফিসে গেলে দারোগা মিজান ৩ লাখ টাকা দাবি করে। তখন জানানো হয়, আটক যুবকের কাছে ১ শ পিছ ইয়াবা পাওয়া গেছে। বিষয়টি ওসিকে জানালেও কোন সুরাহা না হওয়ায় পুলিশ সুপার শেখ নাজমুল আলমকে জানান ওই যুবকের আত্মীয় ও গ্রামের মুরুব্বীরা। তারা পুলিশ সুপারকে বুঝাতে সক্ষম হয় যে, এ যুবক কোনদিন সিগারেটও খায় না। পরেরদিন এসপি ঘটনার সাথে সংশ্লিষ্ট দারোগা মিজান, গ্রেপ্তারকৃত যুবককে তার অফিসে ডেকে পাঠান।

উভয় পক্ষের বক্তব্যের পর আত্মীয় স্বজন ও মুরুব্বীদের জিম্মায় ছেড়ে দেয়া হয় ওই যুবককে। ডিবি পুলিশের ওই সূত্র আরো জানায়, বিষয়টি সাজানো বুঝতে পেরে দারোগা মিজানকে ভৎসনা করেন পুলিশ সুপার। তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.