আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালী জঙ্গী না, নাফিসরে যে জঙ্গী বানাইছে তারও বিচার চাই!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই ২১ বছরের তরুন নাফিস যুক্তরাষ্ট্রে পড়তে যেয়ে এফবিআইয়ের উৎসাহ ও সাহায্যে সন্ত্রাসী হামলা'র পরিকল্পনা করে ধরা খাইলো। অনেকেই দেশের ইমেজ নিয়ে চিন্তিত। হেন তেন ব্লা ব্লা। কিন্তু আমার কথা হইলো, ২১ বছরের এই ছেলেটা তো পুরা প্ল্যানটাই করছে এফবিআই এর সহযোগীতায়। সে শুধু উৎসাহই পায় নাই, বরং সরঞ্জামও পাইছে এফবিআই এর কাছ থেকে। পুরো ঘটনায় এফবিআই এর যোগসাজেশ থাকার পরেও কিভাবে এই সাজানো নাটকের পরিচালকের ভূমিকা এড়ায় যাই??? নাফিস দোষী কারন সে পরিকল্পনায় যুক্ত হইছে, কিন্তু সেই এফবিআই এর এজেন্ট, যে তারে সাহয্য - সহযোগীতা কইরা এত কিছু করাইলো ওর ভূমিকা'র জন্য কি বিচার হবে? এইটা কি ধরনের জাস্টিস? ধরেন, জনাব ক, জনাব খ'রে সব ধরনের সাহায্য সহযোগীতা, উৎসাহ ও পরিকল্পনা কইরা জনাবা গ'রে রেপ করার প্ল্যান বানাইলো, এবং ঘটনার সময় ক হঠাৎ পল্টি খাইয়া খ'রে ধরায় দিল! তো? এইটা কি হইলো? এফবিআই যদি সাহায্য সহযোগীতা না করতো তাহলে হয়তো নাফিস এই ঘটনায় সিরিয়াসই হইতো না! মাত্র ৬ মাস আগে আমেরিকা গেছে, ৬ মাস পরে গার্লফ্রেন্ড নিয়া হয়তো আমেরিকানের চেয়ে বড় আমেরিকান হইয়া যাইতো। মানুষ নানা রকমের ভাবনাই ভাবতে পারে, কিন্তু যে প্র‌্যাক্টিক্যাল সাহায্য সহযোগীতা কইরা অপরাধীর ভাবনা'রে বাস্তবায়ন করাইলো তার ভূমিকারে খাটো করে দেখার অবকাশ নাই! আর প্রশাসনই যদি বলির বাকরা বানায় তাইলে ক্যামনে কি? বাংলাদেশের দুতাবাসের উচিত এই বিষয়টাতে জোর দেয়া। কেন একজন স্লিপিং জঙ্গীরে উষ্কায়া এ্যাক্টিভ করা হইলো? --------------------------- আমেরিকার নির্বাচনী মৌসুমে বাংলাদেশীদের স্কেপ গোট বানায়া নাটক কইরা মজা নিতে দেখে খুবই রাগ লাগতেছে! আমরা বাংগালী চদু না, আমরা এমন গেমের সাথে পরিচিত, আমরা জানি যে কিভাবে তারা সর্প হইয়া দংশন করে আবার ওঝা হইয়া ঝারে!!! খুবই অন্যায় হইছে আমাদের সাথে, বাংগালী জঙ্গী না, এই ঘটনার নাফিসও এফবিআই এর প্ল্যান ও বোমা না পাইলে জঙ্গী হইতো না, জোড় করে আমাদের জঙ্গী বানানের এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।