আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের অপব্যবহারেও ঘটছে নানান অঘটন

ফেসবুকের অপব্যবহারেও ঘটছে নানান অঘটন মনি মাহমুদ সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে প্রতিদিনই নানান অঘটন ঘটছে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কয়েকটি ঘটনায় দেশ-বিদেশে বেশ তোলপাড় হয়েছে। এর মধ্যে অন্যতম কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দির ও বৌদ্ধ বসতিতে সন্ত্রাসী হামলা। ওই ঘটনার সূত্রপাত ফেসবুক থেকেই। ফেসবুক ব্যবহার করে ঘটানো হচ্ছে ইভটিজিংয়ের মতো ঘটনাও।

এ ধরনের একটি ঘটনা গতকালও প্রকাশিত হয়। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় এক চিকিৎসককে। এর আগে প্রধানমন্ত্রীকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়া হয় ফেসবুকের মাধ্যমে। অনেকে ইচ্ছে করে, আবার কেউ কেউ না বুঝেই জড়িয়ে যাচ্ছেন এমন ঘটনায়। পড়ছেন ফেসবুকের ফাঁদেও।

অযথা কোনো পেজে লাইক দিয়ে কিংবা কারো মাধ্যমে কোনো ছবি ট্যাগ হলে পড়ে যাচ্ছেন বিব্রতকর পরিস্থিতিতে। এ অবস্থায় বাড়তি সতর্কর্তা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কর্তৃপক্ষের (বিটিআরসি) এক পরিসংখ্যানে দেখা গেছে, তাদের কাছে ইন্টারনেটকেন্দ্রিক অপরাধের যতো অভিযোগ আসছে তার বেশিরভাগই ফেসবুককে ঘিরে। সাইবার ক্রাইম প্রতিরোধে বিটিআরসি গঠিত কমিটি গত ৯ মাসে ১ হাজারের মতো অভিযোগ পেয়েছে। এর বেশিরভাগই ফেসবুক নিয়ে।

অভিযোগকারীদের অধিকাংশই ছাত্রী। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার বিস্তার বেশিদিনের নয়। কিন্তু এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ রক্ষার সাইটগুলো। এগুলোর মধ্যে ফেসবুক ও গুগল প্লাস বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তবে এসব সাইটের অপব্যবহার করায় ঘটছে নানান অনাকাক্সিক্ষত ঘটনাও।

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীসহ বৌদ্ধ বসতিতে সাম্প্রতিক হামলার ঘটনার নেপথ্যেও ছিল ফেসবুকের কিছু ছবি। ফেসবুকে কুরআন অবমাননার ছবি ট্যাগ (যুক্ত) করার অভিযোগে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। দেশে, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও খবরের উপজীব্য হয় বিষয়টি। বিটিআরসি সূত্র জানায়, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউবে আপত্তিজনক ভিডিও ফুটেজ তোলা, ই-মেইলের মাধ্যমে হুমকি, ওয়েবসাইট হ্যাক করা ইত্যাদি অভিযোগও জমা পড়েছে সংস্থাটির কাছে। এ প্রসঙ্গে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, অধিকাংশ অভিযোগ ফেসবুক নিয়ে।

অভিযোগ পাওয়ার পর তা ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। আর অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ফেসবুক পেজ বা ফেসবুক থেকে আপত্তিজনক ছবি সরিয়ে ফেলা হয় বলে জানান তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক মার্ক জুকারবার্গ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন। সমসাময়িক সময়ে বাংলাদেশেও ফেসবুক আসে। ব্যবহারে সহজ হওয়ার কারণে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশেও এ মাধ্যমটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

তবে সঙ্গে সঙ্গে বাড়ে এর অপব্যবহারও। ভুয়া নামে একাউন্ট খুলে ফেসবুকে উল্টাপাল্টা ছবি পোস্ট করার ঘটনা ঘটছে অহরহ। বিশেষ করে মেয়েদের ভুয়া ছবি ও নাম দিয়ে ফেসবুক একাউন্ট খোলার ঘটনা অনেককে বিব্রতকর অবস্থায় ফেলে। তবে সাম্প্রতিক যে বিষয়টি দেখা যায়, তা হলো ফেসবুকের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দেয়ার চেষ্টা। ফেসবুকে হাজার হাজার গ্রুপ রয়েছে ধর্মীয় বিষয়বস্তু নিয়ে।

এর মধ্যে যেমন ভালো জিনিস রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন ধর্মকে নিয়ে কুৎসা রটনা বা অবমাননাকর বিষয়ও। রামুর ঘটনাই এর সবচেয়ে ভালো উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট একটি বিষয় নাড়িয়ে দিয়েছে সারা দেশকে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে তার মূলে ছিল ফেসবুকের একটি গ্রুপ। গ্রুপটির নাম ‘ইনসাল্ট আল্লাহ’।

মূলত ওই গ্রুপের মাধ্যমেই ছড়িয়ে দেয়া হয়েছে কিছু ছবি। আর ওই ছবিকে কেন্দ্র করেই ঘটে গেছে ভয়াবহ সব ঘটনা। সোশ্যাল মিডিয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক রোববার এক সেমিনারে বলেন, নৈতিকতার শিক্ষা না থাকলে সোশ্যাল মিডিয়া অনেকটা পাগলের হাতে বন্দুক দেয়ার মতো বিষয়। সেটা দিয়ে মানুষ মারতেও কার্পণ্য হবে না। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করতে হলে সাইবার আইনের প্রয়োগ সঠিকভাবে করতে হবে।

তিনি বলেন, বিকল্প ধারার এই মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সাবধানতা প্রয়োজন। র‌্যাব জানায়, প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি দেয়ার অভিযোগে রোববার রাতে এহসানুজ্জামান খান নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে সুনামগঞ্জে দায়িত্ব পালন করছিলেন। ফেসবুকের অপব্যবহার যে শুধু সাধারণ মানুষই করছেন তা নয়। এবার সরকারের একজন পদস্থ কর্মকর্তাও ফেসবুকের অপব্যহার করার নজির সৃষ্টি করলেন।

এর আগে অবশ্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। ফেসবুকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। একজন প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেন। ফেসবুকে হত্যার হুমকিদাতা বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হাফিজুর রহমান রানা। এর আগে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমীন খন্দকারকে ছয় মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

সোশ্যাল মিডিয়া নাগরিক মানুষদের জন্য একটি আশীর্বাদ হয়ে আসলেও এর অপব্যবহার করায় নানা ধরনের অঘটন ঘটছে। এ নিয়ে হতাশাও কম নয় গণমাধ্যম বিশেষজ্ঞদের। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রসঙ্গে বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, আমি খুবই অবাক ও হতাশ হই যখন দেখি, সোশ্যাল মিডিয়ার ব্যবহার হচ্ছে আজেবাজে জিনিস। অনেক সময় দেখা যায়, কে কী খেয়েছে, কার কোন শাড়ি ভালো লাগেÑ এসব জিনিস ফেসবুকে শেয়ার করা হয়। এসব শেয়ার করতে কোনো আপত্তি নেই।

কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে আরো ভালো কোনো কাজে লাগানো সম্ভব। পৃথিবীর উন্নত দেশগুলোতে তা-ই হয়। দেখা গেছে, শুধু ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মাইস্পেস, হাইফাইভ, বাদু, নিং ইত্যাদিতেই নয়, বাংলাদেশীদের উপস্থিতি রয়েছে এমন ব্লগগুলোও অনর্থক আর আজেবাজে প্রচুর কন্টেন্টে ভরা। এসব সাইটের অপব্যবহার হচ্ছে প্রচুর। যেসব ব্লগের লেখা খুব বেশি সম্পাদনা করা হয় না সেসব ব্লগে যার যা খুশি তা-ই লিখে দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে ধর্মীয় বিষয়ে গুজব ছড়িয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়। অনেক ক্ষেত্রে সফলও হচ্ছে তারা। গুজব তৈরির জন্য তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস ইত্যাদির সর্বোচ্চ ব্যবহার করছে। সম্প্রতি কক্সবাজারের রামু ও উখিয়ায় হামলার নেপথ্যেও ছিল ওই গুজব। সেখানেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে ওই চক্রটি।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব আইটির শিক্ষক বি এম মঈনুল হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ার অনেক ইতিবাচক দিক থাকলেও আমরা এর সঠিক ব্যবহার করছি না। অথচ এর সঠিক ব্যবহার করলে যুব সমাজসহ দেশ ভীষণ উপকৃত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছোট তথ্য সাংবাদিকদের জন্য অনেক বড় সংবাদের সূত্র হতে পারে। কিন্তু আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াগুলোর অপব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন মাধ্যমে এভাবে অবাধে প্রচার-প্রচারণার ফলে দেশে-বিদেশে ধর্মকেন্দ্রিক উসকানি ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের রামুতে গত ২৯ সেপ্টেম্বর ফেসবুকের মাধ্যমে কুরআন অবমাননার অভিযোগে বৌদ্ধমন্দির ও বসতিতে হামলাসহ অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় উগ্রপন্থীরা। ভোরের কাগজ : ১৬/১০/২০১২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.