আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য, লালা খাল..............

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । পিপারস্ নামক একটা চাইনিজ রেষ্টুরেন্ট দিয়েছে আমার সিলেটের এক বন্ধু, ওর রেষ্টুরেন্টে খানা খাওয়ার জন্য বেশ কয়েকদিন যাবৎ সে তাগাদা দিচ্ছিল ।

শেষ পর্যন্ত ১১/১০/২০১২ তারিখে রওয়ানা হলাম সিলেটের উদ্দেশ্যে.......পিপারস্ এ খাওয়া আর সিলেট ঘুরে দেখা দু,টি এক সাথেই হবে । খাওয়া-দাওয়ার পর জাফলং যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিলেটের বন্ধুর কথায় চলে গেলাম লালা খাল । সময় স্বল্পতায় খুব ভালোভাবে লালা খাল দেখা হয়নি আর আলোক স্বল্পতায় উঠানো হয়নি ভালো ছবি । তবু যেটুকু উঠাইতে পেরেছিলাম তারই কয়েকটি ছবি দিয়ে এই পোষ্টখানাকে সাজাইলাম । লালা খাল নাম করনের কারণ জানি না, হতে পারে হতে পারে খালের দুই পাড়ের লাল বেলে মাটির কারণে, আর এর সবুজ পানির জন্য সবুজ খাল নাম দিলেও সঠিক নাম করণ হয়েছে বলেই বলা চলতো ।

এখানে রয়েছে একটা চা বাগান, সম্ভবত চা বাগানের কর্মদের কারণেই এখানে অনেকটা মানব সমাগম । পারাপার........ আকাশে মেঘ, নীচে টলটলে সবুজ স্বচ্ছ পানি আর সবুজ পাহাড়ের মিতালী আপনাকে নিয়ে যাবে স্বপ্নের কোন দেশে......... লালা খালের জেলে..... পারাপারের অপেক্ষায়....... ক্ষুদে মাঝি........ বাঁশের ভেলা........ পানি তো নয় যেন, সবুজ অন্য কোন তরল এমন ছবি আর উঠানো যাবে না, সূর্যটা হঠাৎই ডুবে গেল মেঘালয়ের পাহাড়ের আড়ালে, অবশ্য সূর্য্যটা মেঘের সাথে আগে থেকেই লুকোচুরি খেলায় মত্ত থাকায় এমনিতেই ভাল আলো পাচ্ছিলাম না । আমার বন্ধুরা । সব শেষে লালা খালের মাঝি আমি নিজে [img|]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।