আমাদের কথা খুঁজে নিন

   

এবাদত

আমি বিস্মরণ...আমি অন্ধকার...আমি নৈঃশব্দ্য কিরণবাবু একজন শখের ভাস্কর। তিনি জন্মসূত্রে মুসলমান, তবে ধর্মকর্ম করেন না। শহরতলী অঞ্চলে বসবাস। গ্রাম বললেও ভুল হবে না। সারা এলাকায় মসজিদ-মাদ্রাসার অভাব নেই।

একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় আছে। একদা তিনি বাড়ির আঙিনায় ভাস্কর্য তৈরিতে ব্যস্ত আছেন, এমন সময় এলাকার প্রধান মসজিদের ইমাম সা'ব এলেন মসজিদের ক'জন কর্মীসমেত। সালাম বিনিময়ের পর আলোচনা শুরু-- ইমাম: আজকে এলাকার সবার বাড়ি বাড়ি ঘুরতাছি। আপনের বাড়িতে আইসা বড়োই আশ্চর্য হইলাম। কিরণ: কেন ইমাম সাহেব? ইমাম: আপনে ঘরে বইসা এইসব ন্যাংটা মানুষের মূর্তি বানান, এইটা জানতাম না।

কিরণ: এটা তো শখের ব্যাপার। ইমাম: শখের না, এইসব বদমায়েশি ব্যাপার। এইসব বাদ দিয়া একটু এবাদত করলেই তো পারেন। যাহোক, মসজিদে আইসেন, নামাজ পইড়েন। কিরণ: এই, (নির্মাণাধীন ভাস্কর্যের দিকে আঙুল তাগ করে) দিলেন তো আমার এবাদতটা নষ্ট কইরা।

ইমাম: নাউজুবিল্লাহ, আস্তাগফিরউল্লাহ! [প্রস্থান] ................ এটা একটা বাস্তব ঘটনা। কিরণবাবু আমার পরিচিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।