আমাদের কথা খুঁজে নিন

   

হারাবো কি আর ?

প্রিয় সুখ, তুমি আজ আমার ঘরের মেহমান হবেনা । কিন্তু তুমি তো আমায় পছন্দ করো না তাই না...! শুধু জানতে চাই, কতদিন পরে আসবে তুমি? আমার ঘরের বাসিন্দা "দুঃখ" তো চিরকালের সঙ্গি। ওদের মতো চিরদিন থাকতে বলছি না । শুধু জানতে চাইছি তুমি কি আর কোন দিনই আমায় দেখা দিবে না এখন তো আর পাবার স্বপ্ন দেখি না কারন তুমি আজ অনেক দূরের মানুষ হয়ে গেছ। শুধু তোমার কাছে একটা প্রশ্ন তুমি কি সুখে আছ যদি সুখে থাক তাহলে আমি সুখি কারন আমার ভালবাসার মানুষ সুখে থাক আমি এটাই কামনা করি সারাটি জীবন ।

তোমার কথা গুলো মনে হলে আমি নিজেকে আর আর সামলাতে পারিনা ভুলতে পারিনা পিছনে ফেলে আসা দিন গুলোর কথা । সারাক্ষর তারিয়ে বেজায় আমাকে হারানো স্মৃতি নিয়ে হয়তো আমি বাকিটা সময় কাটিয়ে দিতে পারব কিন্তু তোমার কথা মনে হলে সব যেন হযরলব হয়ে যাই ক্ষনিক সময়ের জন্য নিজেকে কন্টল করতে পারিনা। তবুও তুমি সুখি তাই আমি নিজেকে অনেকটা করে ফেলেছি শুনলে হয়তো তুমি আনন্দিত হবে যানিনা এই ব্লগের লেখা তোমার চোখে পকিনা যদি কখনো আমার লেখা গুলো তোমার দেখার সৈভাগ্য হয় তাহলে আমি একটু আত্মতৃপ্তিপাব । মনের মানুষ দূরে থাকলেও যদি ভাল থাকে তাহলে নিজেও ভাল থাকা যায় আমি ভাল আছি তুমি ভাল থাক বাচাঁর সে কি আনন্দ ! স্মৃতি গুলো আর কখনো আমাকে তাড়া করবেনা কারন আজ আমি মুক্ত তুমি নতুন জীবন শুরু করেছো শুনে কষ্ট হয়েছে তবুও সুখি যে তুমি ভাল আছ। বিদয়ের স্মৃতি গুলো উপলব্ধি করতে পারলাম না তার জন্য মন খারাপ করবেনা তাহলে আমি কষ্ট পাব তুমি ভাল থাক আগামী দিন গুলো সুখের হোক এই কামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.