আমাদের কথা খুঁজে নিন

   

এবছর সাহিত্যে নোবেল জয়ী চিনের মো ইয়ান নামের অর্থ কথা বোলোনা

খবরে ধান্দাবাজি এবছর সাহিত্যে নোবেল পেলেন চিনের লেখক মো ইয়ান । তার আসল নাম গুয়ান মোয়ে। তিনি হংকংয়ের ওপেন ইউনিভার্সিটিতে গণবক্তৃতা দিতেন। খোলামেলা কথাবার্তায় তার বেশ খ্যাতিও হয়েছিল তখন। বোধ হয় খুব বেশি কথা বলতেন।

চিনারা কথার চেয়ে কাজ বেশি পছন্দ করেন। তাই খ্যাতি পাওয়ার পরও তার নিজের দেশ চিনে তিনি ততোটা সমাদর পেলেন না। প্রথম উপন্যাস লেখার পর আসল নামের বদলে লেখক নাম হিসেবে ছাপলেন মো ইয়ান। 'মো ইয়ান' শব্দের অর্থ 'কথা বোলোনা' বা 'চুপ থাকো'। বেশি কথা বলা যাবে না- এ কথাটা নিজেকে স্মরণ করিয়ে দিতে তিনি এমন নাম বেছে নিলেন।

নোবেল কমিটি নোটে লিখেছে, লেখকের অলীক বাস্তব লেখাগুলো বর্তমান সময়, ইতিহাস ও লোকগল্পের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। মো ইয়ান আজ নিশ্চয় চিনারা আপনাকে নিয়ে গর্ব করবে! সমাদরও করবে! আমরাও গর্ব করবো। আপনি আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.