আমাদের কথা খুঁজে নিন

   

ভুলোনা আমায়

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। কে তুমি নন্দিনী করেছো আমায় বন্দী তোমার হৃদয়ের খাঁচাতে পাগল করা হাসিতে যে খাঁচা থেকে কেউ বেরুতে চায় না চায় না স্বর্গ ছেড়ে নরকে পা বাড়াতে।। কন্ঠে তোর একি অপরূপ সুধা মিটিয়ে দেয় আমার যত ক্ষুধা যে ক্ষুধা লুকিয়ে ছিল হৃদয় গহীণে অনন্ত কাল ধরে।। হাসিতে তোর জেগে ওঠে হৃদয়ের সুপ্ত ভালবাসা একি হাসি নাকি ভালবাসারই আহ্বান? সদাই এই প্রশ্ন জাগে মোর মনে। নামটি তোর হোকনা লিজা কিংবা বৃষ্টি এ যে খোদার অপরুপ সৃষ্টি তাইতো আঁকি তোর ছবি অদৃশ্য রংতুলিতে হৃদয় নামক ক্যানভাসে। এই পৃথিবীর বিনিময়ে তোমায় আমি চাই বলি তাই ভুলোনা আমায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।