আমাদের কথা খুঁজে নিন

   

ক্যালকুলাস শূন্যতা...

অতপর ঝরাপাতােদর গান শুনে ধীরে ধীরে বিদায় নেয় ধূসর বিকেল,পরাজিত মেঘেদের কৃষ্নছায়া বয়ে নিয়ে যায় বিবর্ন প্রজাপতি। বাতাসের অচেনা আচড়ে নড়ে উঠে বুকের উঠোনে জমা সবুজ স্মৃতির ঘাস,পাজরের নীল কষ্ট বুকে নিয়ে জেগে থাকি একাকী। বাউড়ি মেঘের চাঁদঘুমানো চোখে ঝরাপাতার গান। বিবর্ন প্রজাপতির ডানায় চন্দ্রগ্রহন জেগে থাকে চৈতালী মেঘেদের দৌড়ে। জোছনার প্রাকারে মৃত স্বত্তার বিলাপ।

সেই শৈশব থেকে আজ অবধি সব ক্যালকুলাস শূন্যতা...। নৈঃশব্দের চরাচরে ব্যাক্তিগত পাপের পান্ডুলিপি অহমিকা দেখায় চন্ডালি রাতের আত্বজের প্রাচীন প্রহরে। সিগারেটের কুন্ডলিত ধোঁয়ায় পুড়ে প্রগাঢ় সুখের অস্হির নিলজ্জ ব্যাধি। এক একটা মৃত্যুদন্ড ফিরে ফিরে আসে। বুকের ভেতর কেবল জলতৃস্না বাড়ে...।

অতপর প্রবারনা পূর্নিমার দ্বিপ্রহরে নিঃসীম শূন্যতার পর্নকুটির জোৎস্নাবুননের সন্তাপে চন্দ্রগ্রস্থ হয়ে আশ্রয় খুঁজে নিরুদ্দেশ যাযাবর বাউলের ঝোলাব্যাগে। আজ মনে পড়ে সেই দূর শৈশবে সাঁকো জলে চাঁদ নেমেছিলো একদিন। আজ অমবস্যা নামে। আজ শুধুই বুকের বন্দরে জলের সাঁকো আর সেই সাঁকো জলে পঁচা শ্যাওলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।