আমাদের কথা খুঁজে নিন

   

আমার নতুন করে বাঁচতে চাওয়ার গল্প!

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! কিছু কচুরিপানা আর কিছু কাশফুল- স্রোতে ভেসে যাওয়া আর কিছু খড়কুটো! আমাকে আবার নতুন করে বাঁচতে শেখালো! অনেক দিন হয় কোন স্বপ্ন দেখি না, অনেক দিন! শেষ কবে বৃষ্টিতে ভিজেছি ঠিক মনে নেই! শেষ কবে জোছনা ছুঁয়েছি তাও ভুলে গেছি! নিজেকে কেমন যেনো চেনা চেনা লাগছে আজ! এতদিন তো অচেনাই ছিলাম,অন্তত নিজের কাছে! বকুলের গন্ধে সেই পুরনো দিনের কান্না! আশ্চর্য রঙিন স্বপ্ন গুলো আবারো প্রাণ ফিরে পেলো হায়! পাঁচিলের গায়ে আঁকা বিবর্ণ যেনো কান্নার রঙ ! শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসে, কিছু অবিশ্বাস থেকে! কিছু জ্বলন্ত সিগারেট, কিছু এলোমেলো স্মৃতি- আর কিছু আনকোরা দুঃস্বপ্ন আমাকে দাপীয়ে বেড়ায়! আমি অতীতকে মুছে দিয়েছি, সযতনে কিছু অশ্রুর ফোঁটায়! পিছুটান বলে আমার, আর কিছু নেই-কিছুই নেই! “জলের মাঝে বসত করা কচুরিপানা, দূরের সাদা কাশফুল কিংবা স্রোতের মাঝে ভেসে চলা কিছু খড়কুটোর মতো উদ্ভাস্তু জীবন”। .............................. আর এটাই আমার নতুন করে বাঁচতে চাওয়ার গল্প!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.