আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘সহিংসতা’ বন্ধের আহ্বান এইচআরডব্লিউর

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত শক্তি প্রয়োগের রীতি অবিলম্বে বন্ধ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কাল শনিবারের সমাবেশ ও আগামী রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি সামনে রেখে আজ শুক্রবার সংস্থাটি তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের ওপর বিরোধীদলীয় কর্মী-সমর্থকদের হামলার নিন্দা এবং এই কর্মকাণ্ড থেকে তাঁদের নিবৃত্ত করার ব্যবস্থা নিতেও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ফেব্রুয়ারিতে ব্যাপক বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত শিশুসহ যেসব বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা ঘটেছে, সেগুলো তদন্তে সরকারের উচিত একটি স্বাধীন কমিশন গঠন করা। বিক্ষোভকালে সংঘটিত আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিক্ষোভকারীদের দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় যে-ই দায়ী হোক না কেন, তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এই সংস্থা।
সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বিপুলসংখ্যক বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায়ই কোনো রকম সতর্কতা ছাড়া তাদের ওপর গুলি চালিয়েছেন। এতে নিরস্ত্র বিক্ষোভকারী ও পথচারীরা নিহত হয়েছেন।’

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।