আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের আলোকে ভয় পায় বাদুড়

নিশাচর প্রাণী বাদুড় চাঁদের আলোতে বের হতে ভয় পায়। বিশ্বের সব অঞ্চলের বাদুড়ের মধ্যেই ‘চাঁদের আলোকে ভয় পাওয়ার’ এ প্রবণতা রয়েছে। মেক্সিকোর একদল গবেষক জানিয়েছেন এ তথ্য। ‘ম্যামালিয়া বায়োলজি’ জার্নালে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন নিশাচর প্রাণী ও বাদুড়ের জীবন প্রণালী এবং আচরণ নিয়ে পূর্ববর্তী বিভিন্ন গবেষণার ফলাফলও পর্যালোচনা করা হয় এ গবেষণায়।

প্রতিবেদনটিতে বলা হয়, গবেষণায় দেখা গেছে, চাঁদের আলোতে উজ্জ্বল রাতগুলোয় বাদুড়দের ক্রিয়াশীলতা কমে যায়। এমনকি খাদ্য জোগাড়ের চেষ্টাও কমে যায় এসব রাতে। আলোকোজ্জ্বল রাতগুলোয় শিকারিদের হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকায় বাদুড়দের এ ভীতি তৈরি হয় বলে মনে করছেন গবেষকরা। গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক ও মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী রোমিও সালদানা-ভাসকেজ বলেন, চাঁদের আলো সহজে পৌঁছায় এ ধরনের স্থানে যেসব বাদুড়ের আবাসস্থল, সেসব বাদুড়ের তুলনায় গভীর আঁধার জায়গায় থাকা বাদুড়গুলো বেশি সক্রিয় হয়। আঁধার কমতে থাকার সঙ্গে সঙ্গে বাদুড়দের সক্রিয়তাও কমতে থাকে।

আবার গভীর জঙ্গলে থাকা বাদুড়দের তুলনায় কৃত্রিম আবাসস্থলে থাকা বাদুড়দের মধ্যে চাঁদের আলোভীতি বেশ কম দেখা যায়। তবে অনেক উঁচু গাছের মাথার দিকে বসবাস করা একটিমাত্র প্রজাতির বাদুড়ের মধ্যে চাঁদের আলোর প্রতি কোনো ভীতির লক্ষণ পাওয়া যায়নি বলে জানান সালদানা-ভাসকেজ। সূত্র : বিবিসি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।