আমাদের কথা খুঁজে নিন

   

''সামু প্রধান হবার অপুর্ব সুযোগ''.....

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ''ব্লগমাতাকে উৎসর্গ করা'' এই পোষ্টে এমন কিছু কোড ব্যবহার করা হয়েছে যা আমাদের ব্লগমাতা এবং আমাদের প্রিয় ভিন্দেশি এ্যলিয়েন ছাড়া কেহ বুঝিবে না -- ব্লগমাতা পৃথিবীতে বিচরন করিতে করিতে trøtt হইয়াগিয়াছেন। এবার তিনার খায়েস হইয়াছে natt sol এর দেশে যাইবেন। সেখানে god লাগিলে থাকিয়াও যাইতে পারেন। কিন্তু সামু নামক মহা havet কী করিবেন! তাই তিনি চিন্তিয়া ভাবিয়া avgjørelse নিলেন সামুর বল্গারদের হতে একজনকে প্রধান বানাবেন।

যাহার হাতে সামুর makt হস্তান্তর করা হইবেক। কিন্তু কাকে দিবেন সেই বিশেষ ære! অবশেষে ব্লগমাতা এক ইন্টারভিউর ব্যবস্থা করিলেন। ইন্টারভিউ: হলরুমে হটাৎ এলিয়েনের মত ভিনদেশি প্রবেশ করিয়া বলিতে লাগিল: - komme nærmere গাইস। সিট উইৎ fred। (ইহা শুনিয়া মডু হইবার খায়েশ অনেকটাই ফিউস হইয়া গেল ) বল্গারদের ফেস ভেকাচেকা দেখিয়া এলিয়েন বলিতে লাগিল: - গাইস, থোমরা ভেভাগথে আউগাইয়া বহো......থোমাধের বুলগ মাথা ইখটু ফুরেই থাশরিফ আনিভেন।

সিট fred। সিট fred। বল্গমাতার আগমন ঘটিল। তিনি নিয়ম কানুন বাতলাইয়া দিলেন। বলিলেন পরশ্ন সব ব্লগ কেন্দ্রিক হইবেক।

খুবই বুদ্ধি মত্তার সাথে উত্তর দিবা। প্রয়োজনে ভাবিয়া চিন্তিয়া টাইম লইয়া উত্তর দিবা। কে পুত্তম ইন্টারভিউ ফেস করিবা? আমি বেবাক্তের আগে হাত আউগাইয়া দিলাম। । আমাকে দাড়া করাইয়া ২০ টি প্রশ্ন করা হৈলো।

প্রশ্ন শুরু হৈলো...... ১- প্রশ্ন: একটি ছোট্ট পোষ্ট অনেক হিট করিল কি কারনে? আমি: পোষ্টটি ১৮+ ছিল। ২- প্রশ্ন: একটি পোষ্ট অনেক হিট করিল এবং অনেক কমেন্ট পাইলো কিন্তু কোন লাইক পাইলো না.... আমি: পোষ্টটি ১৮+ ছিল কিন্তু ভিতরে ১৮+ এর কোন কিছুই ছিল না, তাই কতিপয় ব্লগাররা তাহাকে কমেন্টের মাধ্যমে কিন্চিত সাইজ করিয়াছিল। ৩- প্রশ্ন: একটি তিনলাইনের পোষ্ট অনেক হিট, কমেন্ট ও পিলাস পাইলো? আমি: পোষ্টটি একজন প্রমিলার নামের নিক থেকে প্রসব হইয়াছিল। ৪- প্রশ্ন: সারা বছর ব্লগে গদাম খায়। এক কথায় কি বলবে? আমি: ছাগু।

৫- প্রশ্ন: বছরের সবচেয়ে আলোচিত বিষয় কোনটি ছিল? আমি: ইউ পম গানা। (হৈছেনাকি ভাই??) ৬- প্রশ্ন: বলগাররা মুভি দেখে না কেন? আমি: কারন তারা তিনঘন্টার মুভি তিন মিনিটে মুভি রিভিউ থেকে জানতে পারে। ৭- প্রশ্ন: ইহাও নয় আবারও ওহাও নয়। কি বুঝলেন? আমি: ছাইয়া। ৮- প্রশ্ন: সামু এবং ট্রাফিকের মাঝে পার্থক্য কি? আমি: সামুতে লাইট চারটা আর ট্রাফিকে লাইট তিনটা ৯- প্রশ্ন: আলোচনায় আছে বাস্তবে নাই।

আমি: সিন্ডিকেট ব্লগার। ১০- প্রশ্ন: ইলিয়াস আলি কোথায় গিয়াছে বলে আপনার ধারনা? আমি: মাইনাস বাটন খুজিতে গিয়াছে, পাইলেই চলিয়া আসিবে ১১- প্রশ্ন: বন্যার সবচেয়ে ক্ষতিকারক দিক কোনটি: আমি: ভাল পোষ্ট দ্রুত প্রথম পাতা থেকে চলে যায়। ১২- প্রশ্ন: সীমান্ত যেইভাবে হত্যা হচ্ছে তার জন্যে বলগাররাই দায়ী, ব্যখ্যা করুন। আমি: সীমান্তে যেইভাবে হত্যা কমিয়া গিয়াছে তার জন্য বলগাররাই দায়ী। কারন একমাত্র তারাই জায়গা মত হিট পৌছাইতে সক্ষম হৈয়াছে।

১৩- প্রশ্ন: এই যুগের ব্লগাররা কাকে আদর্শ হিসেবে মানে? আমি: ব্লগাররা কাউকে আদর্শ মানে না, বরং তারা নিজেরাই আদর্শ। কারন, এই যুগের আগে কোন ব্লগ ও ব্লগার ছিল না। ১৪- প্রশ্ন: পেইড ব্লগার বলতে কি বুঝেন? আমি: এক অর্থে আমরা সবাই পেইড ব্লগার। মাস শেষে পে না করলে কেহই ব্লগিং করতে পারি না.... ১৫- প্রশ্ন: একজন তরুন ব্লগারের ভবিষ্যত কি?? আমি: একজন বুইড়া বলগার.... ১৬- প্রশ্ন: গালিবাজদের কিভাবে থামানো সম্ভব? আমি: গালিবাজদের তাদের গভিরতা প্রমান করার জন্য একটি পেজ খোলাযেতে পারে, সেখানে গলাবাজি করবে। মুল বলগে আসলেই বাটাম দিয়া ব্যন।

১৭- প্রশ্ন: কিভাবে সামুতে অতিথি বাড়ানো যায়? আমি: কিছুদিন মডু চেন্জকরার সিদ্ধান্তে কাজ হতে পারে। ১৮-প্রশ্ন: ভাল বলগারদের কিভাবে উৎসাহিত করা যায়। আমি: কোন দরকার নাই, কারন তারাই চিন্তা করে সামু মডুদের কিভাবে ভাল বানানো যায়। ১৯- প্রশ্ন: আপনি মডু হৈলে কি করিবেন? আমি: রাইতের বেলায় ঘুমামু না..... আমার ফটাফট জবাবে ব্লগমাতাকে কিন্চিত চিন্তিত মনে হইতে লাগিল। তবে কি মুমিনের হাতে ক্ষমতা হস্তান্তর করিতেই হইবে? হয়ত ইহাই ভাবিতে ছিল.... হটাৎ.... ২০ নং প্রশ্ন করার আগে ব্লগমাতা বলিতে লাগিলেন, কায়রো সাহেব কিন্চিত ভূল হৈয়া গিয়াছে।

- আমি: কি ভূল হৈয়া গিয়াছে? - প্রশ্ন আউট হৈয়া গিয়াছে... - আমি: কিভাবে আওট হৈয়াছে? - আফনাকে যাহা পরশ্ন করিয়াছি তাহা সবাই শুনিয়া ফালাইছে। এখন সবাইকে এই সব পরশ্ন করা যাইবে না। সুতরাং সবাইকে একটি পরশ্ন করা হৈবে। যেই মহান বলগার সঠিক জবাব দিতে পারিবে সেই সামুর বড় কর্তা হৈবে। সবাই করতালির মাধ্যমে সমর্থন জানাইলো..... ২০- প্রশ্ন: আমার কলিজার ভিতরে ১০ জন বিশেষ বলগারের নাম আছে, যাদেরকে সামনে সামুর পক্ষ হতে নুবেল দেয়া হইবে, তারা কারা কারা?? - আমি ১০০% ফিউস হইয়া গেছি।

তাহার মনে যাহা তাহা আমি কিভাবে জানিবো? - ব্লগমাতা যাহা জানিতে চেয়েছেন তাহা আপনি জানিত হৈলে তিনি যাহা দিতে চেয়েছেন তাহা নিতে পারেন। তো দেখাযাক ব্লগমাতার অন্তরের খবর কে বেশি রাখেন?? কাহারো পোষ্ট বুঝিতে কষ্ট হৈলে এইবেটার সাহায্য নিতে পারেন Click This Link ব্লগমাতাকে উৎসর্গ করিয়া আমার পুত্তম পোষ্ট। পোষ্টটি তাহার দৃষ্টিগোচর হৈলে একটি কমেন্ট রাখিয়া যাইবান বলে বিশ্বাস করি,,,,!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.