আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

কক্সজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা, কুষ্টিয়ায় মা-মেয়ের প্রতি পুলিশি নির্যাতন এবং তেল গ্যাস রক্ষা কমিটির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার বিভিন্ন প্রগতিশীল সংগঠন ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাংলাদেশ ছাত্রলীগ জাসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট,সাম্রাজ্যাবাদবিরোদী ছাত্র ঐক্যসহ বিভিন্ন বাম সংগঠন এসব কর্মসূচি পৃথকভাবে পালন করে। জাসদ ছাত্রলীগের সমাবেশে সংগঠনটির সভাপতি হোছাইন আহমেদ তফসির বলেন, বাংলাদেশের মত একটি সম্পৃতির দেশে বৌদ্ধ মন্দিরে হামলা গভীর ষঢ়যন্ত্রের অংশ। তিনি এসময় অবিলম্বে প্রশাসনকে হামলাকারীদেও খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেন। এসময় সমাজতান্ত্রিক ফ্রন্ট নেতা রাশেদ শাহরিয়ারসহ বিভিন্ন বাম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে। সকাল থেকে শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন সড়কে এসব কর্মসূচী পালিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.