আমাদের কথা খুঁজে নিন

   

পাখিদের কোন ধর্ম নেই

আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ... পাখিদের কোন ধর্ম নেই ধর্মের নামে নষ্ট নোংরামি নেই পাখিরা নীড় খোঁজে ঈশ্বরকে নয় ঈশ্বরের খোঁজে বিকৃত বিশ্বাস নেই পাখিদের কোন দেশ নেই রক্তমাখা কাঁটাতার নেই পাখিরা ঠিকানা খোঁজে গন্তব্য নয় অদেখা স্বর্গের অলীক আশ্বাস নেই পাপাত্মা শিকারে তারা হয় না হায়েনা লজ্জা লজ্জা বলে লজ্জাকে হারায় না আহা..কেউ আমাকে ঘৃণা আর অভিশাপ দিক মুঠোভর্তি স্নেহ নিয়ে আমার দুহাত খসে পড়ুক রক্ত আর বিশ্বাস কে কবর দিয়ে নীতিহীন জাতহীন দুটো ডানা জাগুক এই পৃথিবীটা আর আমার নয় সীমা অতিক্রমকারী আমাকে সীমানা চেনায় আহা..কেউ আমাকে নির্বাসিত যাযাবর জীবন দিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।