আমাদের কথা খুঁজে নিন

   

সামু ব্লগে এমন কোন ব্লগার কি আছেন যিনি ভারতীয় কোন ব্লগে লেখেন? থাকলে এই পোষ্টে আসুন।

ছেলে হোক মেয়ে হোক সুস্থ ব্লগারই যথেষ্ট আমি একবার ভারতীয় ব্লগে লেখার জন্য সবাইকে উৎসাহিত করে একটা পোষ্ট দিয়েছিলাম। আমার মনে হয় ভারতীয় মিডিয়ার কারণে ভারতের সাধারণ জনগণ ভারতীয় সরকার বাংলাদেশের সাথে কি করছে তা জানেনা। ভারতীয় ব্লগে লেখার মাধ্যমে আমরা তা জানাতে পারি। যেসব জিনিস আমাদের জানানো উচিৎ তা হল, ১) বিএসএফের গুলিতে মরছে শত শত বাংলাদেশী। ২) বাংলাদেশের কোন চ্যানেল নেয় না কিন্তু ওদের চ্যানেল ঠিকই পাঠিয়ে দেয়।

৩) বাংলাদেশের সাথে কোন চুক্তি হলে কিভাবে বাংলাদেশের ক্ষতি করা যায় তার পুরো প্রিপারেশন নিয়ে আসে। যেমন টিপাইমুখ বা তিস্তা চুক্তি। ৫)বাংলাদেশের অনেক জমি এখন ভারতের দখলে। ৬) বাংলাদেশর কয়েকশ ধরণের পন্য ভারতে ব্যানড। যারা কোন ভারতীয় ব্লগে এখনও লেখা শুরু করেননি তারা শুরু করে দেন এবং মনে রাখবেন আমাদের ব্লগে বা ওদের ব্লগে আমরা কখনই আমরা ভারতকে গালি দেব না কারণ একটা দেশকে গালি দেয়া কারও মাকে গালি দেওয়ার সমান।

ভদ্র ভাষায় সবকিছু লিখতে হবে এবং ওদের ব্লগে ছড়িয়ে পরতে হবে যেমন করে ওদের অনুষ্ঠান এবং পণ্য আমাদের দেশে ছড়িয়ে পরেছে। আর যারা এখনই ভারতীয় কোন ব্লগে লেখেন তারা প্লিজ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করুন। নতুনদের সাহায্য হবে। শেষ কিছু কথা: এটা কিছুটা রিপোষ্টের মতো। যারা আগে পড়েননি তাদের জন্য এবং যারা আগে পড়ে শুরু করে দিয়েছেন তাদের অভিজ্ঞতা জানার জন্য।

পয়েন্টগুলো ভাল না লাগলে ভদ্র ভাষায় সমালোচনা করবেন আশা করি। ভারতীয় পণ্য বর্জনের কথা বেশি বলি কারণ ওদের পণ্য আমরা সবচেয়ে বেশি কিনি, ওরা আমাদের অনেক পণ্য ওদের দেশে ব্যান করে রেখেছে, আর ওদের সরকারের আরও অত্যাচার তো আছেই। তাই ভারতের কথা বেশি বললেও আমাদের সব বিদেশী পন্যই বর্জন করতে হবে। বিদেশী পন্য বর্জন করে দেশি পন্য কিনে মায়ের(দেশের) অর্থনীতির চাকাকে সচল করা কিন্তু আপনারই হাতে। সবাই অনেক অনেক ভাল থাকবেন এবং মাকে(দেশকে) ভাল রাখবেন।

মনে রাখবেন, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালবাসায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.