আমাদের কথা খুঁজে নিন

   

আঙ্গুলের শৈলী বিষয়ক-৩

শেষ বলে কিছু নেই ধুম ঘুমের মচ্ছবের মাঝে- রাত্রির বুকে মুখ গুঁজে স্বপ্নের নিবিড় পাঠ নেয় যে আঙ্গুল, আমি তার আত্মার গল্প বলি ঝিল্লিদের কাছে। আঙ্গুলের সার্বভৌমত্বে ক্রমাগত বেড়ে ওঠে নদীর ডানা; তারই আকাঙ্খার উৎক্ষিপ্ত ইথারে উড়ে বেড়ায় যাবতীয় বন্দীত্ব- প্রথা ও পুরাণ। তার বিস্তৃত সাম্রাজ্যে অশ্ব ছুটিয়ে চলে পরাক্রান্ত রূপকের দল; অমসৃণ সড়কের পাশে নন্দন-বন। অনেক জোছনার পাশে রূপসীর নিজস্ব-নীল-অন্ধকার। আঙ্গুলের ইশারায় অন্ধকারে জ্বলে ওঠে গোপন ও ধারালো সংবেদ। ধুম ঘুমের মাঝে ঝিল্লির চোখে দেখি চাঁদের ভিন্নতর অভিধান; অচেনা শব্দার্থে পাল্টে যেতে থাকে রাতের সিনটেক্স। অবাক হয়ে দেখি, আঙ্গুলের ডগা থেকে ফোঁটায় ফোঁটায় শিশির ঝরে পড়ছে নির্ঘুম নোটবুকের ’পরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.